মমতাকে বিশ্বাস করবেন না, বললেন দিলীপ ঘোষ

এবার চিকিৎসকদের উদ্দেশ্যে বার্তা পাঠালেন বিশিষ্ট বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh Tweet)। তিনি তার সোশ্যাল মিডিয়ায় সকল জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে লিখলেন, “প্রিয় চিকিৎসকগণ, মিটিং…

দিলীপ ঘোষ

এবার চিকিৎসকদের উদ্দেশ্যে বার্তা পাঠালেন বিশিষ্ট বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh Tweet)। তিনি তার সোশ্যাল মিডিয়ায় সকল জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে লিখলেন, “প্রিয় চিকিৎসকগণ, মিটিং করুন, দাবি জানান।
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করবেন না। তিনি একজন অভিনেত্রী যিনি স্ট্রিট থিয়েটার করেন। বিশ্বে যাকে খুশি বিশ্বাস করুন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নয়। অনেক নেতা তার উপর আস্থা রেখে টিএমসিতে যোগ দিয়েছেন, কিন্তু এখন সবাই দল থেকে বেরিয়ে যাচ্ছেন।”

প্রসঙ্গত, আরজি কর নিয়ে প্রথম থেকেই প্রশাসনকে দোষ দিয়েছে বিরোধী দলের নেতা-নেত্রীরা। যদিও সেই দোষ চোখে পড়েছে সবার। তাই ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছে গোটা সমাজ। স্বাস্থ্যভবন সাফাই অভিযানের দিন রাতে নবান্নে বৈঠক হবার কথা ছিল। কিন্তু, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট-এর চারটি শর্তের মধ্যে অন্যতম শর্ত লাইভ স্ট্রিমিং-এর অনুমতি না মেলায় সেই বৈঠক হয়নি।

   

তারপরে হঠাৎই ধর্ণামঞ্চে গিয়ে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। ১৪ সেপ্টেম্বর ঘটে এই ঘটনা। সেই রাতেও মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু লাইভ স্ট্রিমিং-এর জন্যই দীর্ঘক্ষণ চলতে থাকে বৈঠক হবে কিনা সেই নিয়ে আলোচনা। পরবর্তীতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে গেলে সেই বৈঠক হয় না। গতকাল অর্থাৎ ১৫ সেপ্টেম্বর মহামিছিলের ডাক দিয়েছিল জুনিয়র ডাক্তাররা। এই আবহে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।