“দিদি দিয়েছেন”! দুর্গাপুজোয় পুলিশের শাড়ি বিতরণ নিয়ে বিস্ফোরক Suvendu

কলকাতা: “সাধে কি আমি পুলিশকে মমতা-পুলিশ বলি!” দুর্গাপুজোর শাড়ি বিলি নিয়ে ফের কালীঘাট থানার প্রাক্তন ওসি তথা কলকাতা পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের সমন্বয়ক শান্তনু সিনহা বিশ্বাস…

কলকাতা: “সাধে কি আমি পুলিশকে মমতা-পুলিশ বলি!” দুর্গাপুজোর শাড়ি বিলি নিয়ে ফের কালীঘাট থানার প্রাক্তন ওসি তথা কলকাতা পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের সমন্বয়ক শান্তনু সিনহা বিশ্বাস সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসকদলকে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বৃহস্পতিবার নিজের এক্স (X) হ্যান্ডেলে ভবানীপুরের ৭৩ নং ওয়ার্ডের মদন পাল লেনের স্বরাজ সংঘ ক্লাবের একটি ভিডিও পোস্ট করে তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এসিপি শান্তনু সিনহা মহিলাদের মধ্যে দুর্গাপুজো উপলক্ষে শাড়ি বিতরণ করছেন আর বলছেন, “দিদি দিয়েছেন”।

   

এই প্রসঙ্গে শুভেন্দুর কটাক্ষ, “এরাজ্যে পুলিশ অনেক আগেই তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে। এখন তো দেখছি, তৃণমূল (TMC) কে ক্ষমতায় টিকিয়ে রাখার দায় এই সব পুলিশ কর্তার দলীয় নেতাদের চেয়ে বেশি, কারণ সরকার বদল হলে এদের অপকর্মের ফল এদেরকে ভোগ করতেই হবে।” পশ্চিমবঙ্গে পুলিশ (Police) না থাকলে তৃণমূল দলটারই কোনও অস্তিত্ব থাকবে না বলে বিস্ফোরক দাবি করেন বিরোধী দলনেতা। সেইসঙ্গে ২০২৬ এ ভবানীপুর নন্দিগ্রাম ২.০ হতে অলেছে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

https://x.com/SuvenduWB/status/1971086352226635995

Advertisements

পুলিশ শাসকদল তৃণমূলের ‘হাতের পুতুল’ হয়ে গিয়েছে বলে বরাবর আক্রমণ শানিয়ে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার পাড়ার ক্লাবের দুর্গাপুজোর শাড়ি বিতরণ অনুষ্ঠানেও পুলিশের “দিদির প্রচার” অভিযোগে পুজোর আবহে তোপ দেগেছেন শুভেন্দু।

উল্লেখ্য, কালীঘাট থানার প্রাক্তন ওসি তথা কলকাতা পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের সমন্বয়ক শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে এর আগেও সরব হয়েছিলেন বিরোধী দলনেতা। বিশ্বাসের চাকরির মেয়াদ বৃদ্ধি ও পদোন্নতি ‘অবৈধ’ বলে অভিযোগ তুলেছিলেন তিনি।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News