
কলকাতা: রাজ্যে বর্তমানে নির্বাচন কমিশনের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ বা SIR প্রক্রিয়াকে কেন্দ্র করে শোরগোল তুঙ্গে। সাধারণ মানুষের পাশাপাশি এবার সেই প্রক্রিয়ার গেরোয় পড়লেন টলিউড সুপারস্টার তথা তৃণমূল সাংসদ দেব (দীপক অধিকারী)। বুধবার দুপুরে যাদবপুরের কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে নির্দিষ্ট শুনানি কেন্দ্রে হাজিরা দেন তিনি। তবে শুনানি শেষে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে নির্বাচন কমিশনের এই পদ্ধতির কড়া সমালোচনা করেন অভিনেতা-সাংসদ।
কমিশনকে ‘মানবিক’ হওয়ার আর্জি
শুনানি কেন্দ্র থেকে বেরিয়ে দেব জানান, যেভাবে সাধারণ মানুষকে, বিশেষ করে প্রবীণ নাগরিকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে, তা অত্যন্ত অমানবিক। ক্ষোভের সুরে দেব বলেন, “সিনিয়র সিটিজেনদের কথা নির্বাচন কমিশনের ভাবা উচিত। অনেকেই ৩০ মিনিটের বেশি লাইনে দাঁড়িয়ে থাকতে পারেন না। কারোর পায়ে ব্যথা, কারোর হাঁটুতে সমস্যা। তাঁদের বাড়ি গিয়ে কেন নথি যাচাই করা হচ্ছে না?”
‘দায়িত্বশীল নাগরিক হিসেবে এসেছি’ Dev SIR hearing Jadavpur
নিজের নোটিস প্রসঙ্গে দেব জানান, তিনি সমস্ত ফর্ম সঠিকভাবে পূরণ করা সত্ত্বেও কেন তাঁকে তলব করা হলো, তা তাঁর কাছে স্পষ্ট নয়। তিনি বলেন, “আমি ২০১১ সাল থেকে ভোট দিচ্ছি। তাহলে কি আমার আগের ভোটগুলোর কোনও ভ্যালিডিটি নেই? আমি দায়িত্বশীল নাগরিক হিসেবে আজ এসেছি, চাইলে চিঠি লিখে এড়িয়ে যেতে পারতাম।” দেবের মা, বাবা এবং বোনকেও শুনানিতে ডাকা হয়েছিল বলে সূত্রের খবর, যদিও আজ কেবল দেবকেই দেখা গিয়েছে।
রাজনীতিতে ‘হেনস্থা’ এখন নিউ নর্মাল
রাজনীতিবিদদের জীবন নিয়ে মন্তব্য করতে গিয়ে দেব বলেন, রাজনীতিতে এলে হেনস্থা হওয়াটা এখন ‘নিউ নর্মাল’ বা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাঁর কথায়, “রাজনীতিতে আসার পর খুব স্বাভাবিক জীবনযাপন করছি তা নয়। এক দল করলে অন্য দল হেনস্থা করবে, এটাই দস্তুর।” ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা ‘শুদ্ধিকরণ’-এর নামে এই SIR প্রক্রিয়া নিয়ে ইতিপূর্বেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দেবের এই মন্তব্য সেই বিতর্কে নয়া মাত্রা যোগ করল।
West Bengal: TMC MP Dev attends the ECI’s Special Intensive Revision (SIR) hearing in Jadavpur, criticizing the long queues and harassment of senior citizens. He questions the validity of his votes since 2011 after being summoned despite correct form filing.










