সম্প্রতি ঘাটালের রাজনৈতিক আবহে ঝড় তুলে বিজেপি নেতা দিলীপ ঘোষ দেবকে আক্রমণ করে বলেন, “দেব (Dev) ভালো ছেলে, কিন্তু নিকম্মা। ঘাটালের মানুষের জন্য কিছুই করতে পারেনি।” তাঁর এই মন্তব্যের জবাব দিতে বুধবার ঘাটালে পৌঁছেই দেব দিলীপ ঘোষকে সম্মান জানিয়ে পাল্টা মন্তব্য করেন।
দিলীপ ঘোষের কটাক্ষ ছিল, “দেব চাপে পড়ে রাজনীতি করছেন। তাকে ব্ল্যাকমেল করা হয়। গোরু পাচারের টাকার সঙ্গে তৃণমূলের লোকেরা তাকে জড়িয়েছে। বলা হয়েছিল, ভোটে না দাঁড়ালে সিনেমা, প্রোডাকশন সব বন্ধ করে দেওয়া হবে। ও তো কিছু করে না, শুধু ঘাটালের মানুষকে ধোঁকা দিচ্ছে। যদি সাহস থাকে, রাজনীতি ছেড়ে দিক।” দিলীপবাবুর কথায়, দেব একজন ‘অসফল সাংসদ’ এবং রাজনীতিতে তাঁর কোনও ভূমিকাই নেই।
এই আক্রমণের জবাবে দেব বলেন, “দিলীপবাবুকে আমি শ্রদ্ধা করি। কারণ উনি সামনে কথা বলেন, পিছনে ছুরি মারেন না। উনি খড়গপুরের জন্য প্রস্তুত হচ্ছেন, আর তার জন্য কাউকে ঢিল মারতেই হবে। আমি সফট টার্গেট, তাই হয়তো আমাকে বেছে নিয়েছেন। তবে রাজনীতিতে না আক্রমণ করলে উঠে আসা যায় না। এটা আমি বুঝি। আমি ওনাকে ফোন করে জেনে নেব, মানুষের জন্য ঠিক কী কী করা উচিত।”
ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়েও দিলীপবাবু দেবকে নিশানা করেন। তিনি বলেন, “ঘাটালের জল সমস্যার কোনও সমাধান হয়নি। এটা ভগবানের ইচ্ছা বলে দায় এড়ানো যায় না। মাস্টার প্ল্যান এখনো আসেনি। বিজেপি সরকারে এলে মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে।”
তিনি আরও বলেন, “ঘাটালের মানুষ দেবকে নিজের ছেলে ভেবে ভোট দিয়েছেন, কিন্তু সে তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমি কী করেছি সেটা খড়গপুর গিয়ে দেখে আসুন। দেব এখানে ১০–১২ বছরে কী করেছে? দেবকে টার্গেট করলে কারো ভোট বাড়বে না। বরং অনেকেই আমাকে টার্গেট করে নিজের ইমেজ তৈরি করছে।”
এই রাজনৈতিক বাকযুদ্ধে দুই নেতার পারস্পরিক সম্মান প্রকাশ পেলেও, তাতে চাপা নেই তীব্র আক্রমণের সুর। দেবের বক্তব্যে দেখা গেল আত্মবিশ্বাস এবং পরোক্ষভাবে একরকম কৌশলী জবাবদিহি। আবার দিলীপ ঘোষও স্পষ্ট করে জানালেন, ঘাটালের উন্নয়ন শুধুই বিজেপি সরকারের অধীনেই সম্ভব।
এই বিতর্কের জেরে ২০২৬–এর বিধানসভা নির্বাচনের আগে ঘাটাল কেন্দ্র ফের চর্চার কেন্দ্রে উঠে এল। এখন দেখার বিষয়, ভবিষ্যতে এই রাজনৈতিক লড়াই কোন দিকে মোড় নেয়।