আরজি কর কাণ্ড নিয়ে ফের মুখ খুললেন দেব

প্রতি বছরের মতো এবছরও গত কয়েকদিন ধরে বৃষ্টির কারণে ঘাটালে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ যদিও এই জল যন্ত্রণার ঘটনা নতুন কিছু নয়৷ ঘাটাল গ্রামবাসীদের অভিযোগ, ভোট আসে ভোট যায় কিন্তু ঘাটালের বন্যা পরিস্থিতির চিত্রটা একেবারেই বদলে যায় না৷ সম্প্রতি ঘাটালে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন সাংসদ দেব (Dev about RG Kar)। সেখানেও আর জি কর কাণ্ড নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে দেব জানান, মুখ্যমন্ত্রী ও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকের বৈঠকের সিদ্ধান্তকে সাধুবাদ জানান একই সঙ্গে তাঁর দাবি, আর যেন ‘কোনও মেয়ের নাম তিলোত্তমা বা নির্ভয়া না রাখতে হয়।’

Advertisements

আর জি কাণ্ড নিয়ে দেব জানিয়েছেন, তিনি চান আন্দোলন এবার শেষ হোক। তিলোত্তমার বিচার যেন সঠিক হয়৷ প্রায় সকল গরীব মানুষই সরকারি হাসপাতালে পরিষেবা গ্রহণ করেন৷ তাই যত তাড়াতাড়ি সম্ভব সকল মানুষ যেন তাঁদের এই পরিষেবাটা পায়৷

Advertisements

এক সাক্ষাৎকারে দেব আরও জানান, সমস্ত হাসপাতালে জুনিয়র ডাক্তারদের থাকে সব থেকে বেশি গুরুত্ব৷ তাই জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা যে আন্দোলনে নেমেছেন তা একেবারে সঠিক৷ তবে এই ঘটনা যেন আর না ঘটে ৷ এমন কোনও আইন আসা উচিত যাতে মানুষ এই ধর্ষণের মতো মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারে। এই ঘটনা ঘটানো তো দূরের কথা ভাবতেও যেন ভয় লাগে৷