কয়লা কেলেঙ্কারি অভিযোগে মুখ্যমন্ত্রীকে মানহানির আইনি নোটিস শুভেন্দুর

কয়লা কেলেঙ্কারি সংক্রান্ত মন্তব্যের জেরে মুখ্যমন্ত্রী Mamata Banerjee–কে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে মানহানির আইনি নোটিস পাঠিয়েছেন বিরোধী দলনেতা Suvendu Adhikari। প্রমাণ প্রকাশ না হলে বিষয়টি আদালতে গড়াতে পারে বলে ইঙ্গিত মিলছে।

Suvendu Adhikari Mamata Banerjee ,

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি মানহানির আইনি নোটিস পাঠিয়েছেন। নোটিসে মুখ্যমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে, তাঁর করা অভিযোগের পক্ষে থাকা সব প্রমাণ ৭২ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে আনতে হবে।

আইনি নোটিস অনুযায়ী, চলতি বছরের ৮ ও ৯ জানুয়ারি মুখ্যমন্ত্রী প্রকাশ্যে শুভেন্দু অধিকারী এবং ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে একটি কথিত কয়লা কেলেঙ্কারির অভিযোগ করেন। নোটিসে দাবি করা হয়েছে, এই অভিযোগগুলি ছিল বেপরোয়া, ভিত্তিহীন এবং প্রমাণহীন।

   

শুভেন্দু অধিকারীর আইনজীবীর তরফে পাঠানো নোটিসে আরও বলা হয়েছে, মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে তাঁর কাছে অভিযোগের পক্ষে তথ্যপ্রমাণ রয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী, এই ধরনের মন্তব্য তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা।

নোটিসে অভিযোগ তোলা হয়েছে, এই বক্তব্যগুলি আসলে একটি পরিকল্পিত রাজনৈতিক কৌশল, যার উদ্দেশ্য মুখ্যমন্ত্রী, তাঁর পরিবারের সদস্য এবং শাসক দলের বিরুদ্ধে ওঠা বিভিন্ন গুরুতর অভিযোগ থেকে জনদৃষ্টি সরিয়ে নেওয়া।

প্রসঙ্গত, কয়লা পাচার সংক্রান্ত বিষয়টি ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে সংবেদনশীল ইস্যু। বিভিন্ন তদন্তকারী সংস্থার পদক্ষেপ এবং রাজনৈতিক তরজা এই বিষয়কে ঘিরে দীর্ঘদিন ধরেই চলছে। সেই আবহে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য এবং তার পাল্টা আইনি প্রতিক্রিয়া রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়েছে।

এই নোটিস কেন গুরুত্বপূর্ণ, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। কারণ, এটি শুধুমাত্র রাজনৈতিক পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সরাসরি আইনি পরিসরে সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। মুখ্যমন্ত্রী নির্দিষ্ট সময়ের মধ্যে প্রমাণ পেশ না করলে বিষয়টি আদালতে গড়াতে পারে বলে ইঙ্গিত মিলছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত মুখ্যমন্ত্রীর দফতরের তরফে নোটিস নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আগামী কয়েক দিনের মধ্যেই এই বিষয়ে রাজ্য রাজনীতিতে আরও তীব্র প্রতিক্রিয়া দেখা যেতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন