শুভেন্দু জুনিয়র ডাক্তারদের ‘মদ খোর’, ‘গাঁজা খোর’ বলছেন বলে দাবি দেবাংশুর

জুনিয়র ডাক্তারদের গাঁজাখোর বলে অভিহিত করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (West Bengal LOP Suvendu Adhikari)। এমনটাই অভিযোগ আনলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং সোশ্যাল মিডিয়া…

জুনিয়র ডাক্তারদের গাঁজাখোর বলে অভিহিত করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (West Bengal LOP Suvendu Adhikari)। এমনটাই অভিযোগ আনলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। সোশ্যাল মিডিয়ার পাতায় একটি বৈঠকের ভিডিও পোস্ট করেছেন দেবাংশু। সেখানেই বিরোধী দলনেতার কণ্ঠে শোনা গেল এই ধরণের বাক্য।

প্রসঙ্গত উল্লেখ্য, জুনিয়র ডাক্তারদের (Junior Doctors Protest) আন্দোলনের পেরিয়ে গিয়েছে ৪৮ ঘন্টা। ১০ সেপ্টেম্বর তাঁরা শুরু করেছিলেন স্বাস্থ্যভবন সাফাই অভিযান। স্বাস্থ্যভবনের আগেই পুলিশ তাদের আটকে দেয়। তখন থেকেই তাঁরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেই ব্যস্ত। গতকাল অর্থাৎ ১১ সেপ্টেম্বর সেই অঞ্চলে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) গেলে তাঁকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান দেন জুনিয়র ডাক্তাররা। এই প্রসঙ্গকে কেন্দ্র করেই দেবাংশু ভট্টাচার্য বিরোধী দলনেতার বাক্য সম্পর্কে লিখেছেন, “গতকাল অগ্নিমিত্রা পাল জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চের দিকে যাওয়ার পর তাকে “গো ব্যাক” স্লোগান দেওয়া হয়। সেই স্লোগান শুনে ক্ষিপ্ত শুভেন্দু অধিকারী অবস্থানরত প্রতিবাদীদের মদ খোর, গাঁজা খোর, হেরোইন খোর, চরশ খোর বলে অভিহিত করলেন…”

   

এই বিষয়ে তিনি আরও যোগ করেন যে, “তৃণমূল কংগ্রেসের সরকার আপনাদের কেবলমাত্র পরিষেবা ফিরিয়ে দিতে বলেছে। কেউ ব্যক্তিগত আক্রমণ করেনি। ডাক্তারদের কেউ অসম্মান করেনি। মুখ্যমন্ত্রী স্বয়ং আলোচনার দরজা খোলা রেখেছেন। কিন্তু শুভেন্দু অধিকারী (West Bengal LOP Suvendu Adhikari) অবস্থানরত প্রতিবাদীদের আক্রমণ করতে ব্যক্তিগত স্তরে নেমে এলেন…”

জুনিয়র ডাক্তাররা (Junior Doctors Protest) আন্দোলনের প্রথম দিন থেকেই কখনও সেখানে রাজনীতির রং মিশতে দেননি। এবারেও তাই বিজেপি নেত্রীকে ঘেঁষতে দেননি আন্দোলনের চারিপাশে। পরে অবশ্য বিজেপি নেত্রী জানিয়েছিলেন তিনি সেই চত্বরে দলের কাজে এসেছিলেন। জুনিয়র ডাক্তারদের (Junior Doctors Protest) আন্দোলনে রাজনীতির রং লাগাবার কোনও ইচ্ছে তাঁর নেই। তিনি ডাক্তারদের আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। অন্যদিকে, আন্দোলনরত এক ডাক্তার পরিষ্কার জানিয়েছেন যে সময় বুঝে অন্য ধারার বিবৃতি দিচ্ছেন বিজেপি নেত্রী।