HomeBharatPoliticsগণপিটুনি দিয়ে হত্যা করার উস্কানি, কী বললেন দেবাংশু?

গণপিটুনি দিয়ে হত্যা করার উস্কানি, কী বললেন দেবাংশু?

- Advertisement -

আজ অর্থাৎ ১৬ সেপ্টেম্বর সকালেই একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়। যেখানে দেখা যাচ্ছে ছোটপর্দার বিশিষ্ট অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য্য দেবাংশু ভট্টাচার্য্য এবং কুণাল ঘোষের সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন। সেই ভিডিও শেয়ার করে তৃণমূল নেতা কুণাল ঘোষ লিখেছেন, “হ্যাঁরে দেবাংশু, তোর পাত্রী দেখার কাজটা এগোব? তোর সঙ্গে বেশ মানাবে। রাগের মধ্যেই থাকে অনুরাগের বীজ। তাছাড়া, কেমন সংস্কার মানে, স্বামীর নাম মুখে আনতে চায় না। আমার তো নিজেকে এখনই ভাসুর ভাসুর লাগছে।”

এই পোস্টের উত্তরে দেবাংশু আবার লেখেন, “বলছ তাহলে Kunal দা ? তুমি খুঁজে দিচ্ছ মানে এত সহজে কি না বলতে পারি! কিন্তু গলা শুনে মনে হচ্ছে বড় দজ্জাল.. টিকবে কি? বিনয় কোঙারের মতো “লাইফ হেল” করে দেবে তো!
এ বাবা! এমা.. দাঁড়াও দাঁড়াও.. বিবাহিত তো! সরি..
সিরিয়ালে কাজ নেই। ডাক্তারদের আন্দোলনে বিরিয়ানি খেতে গেছে। আমাদের নাম নিয়ে একটু ফুটেজও খাক।”

   

 

এরপরই এই পোস্টের কমেন্ট সেকশনে উঠেছে আলোচনা-সমালোচনার ঢেউ। সেই সম্পর্কে যুবনেতা আবার লেখেন, “একজন মহিলা প্রকাশ্যে দুজনকে গণপিটুনি দিয়ে হত্যা করার উস্কানি দিচ্ছেন। ডাক্তারদের উস্কানি দিচ্ছেন, দুজন মানুষকে ভবিষ্যতে চিকিৎসা না দেওয়ার জন্য।

সেই মহিলার দেওয়া খুনের হুমকি নিয়ে কারোর কোন পোস্ট নেই! কারোর নিন্দে নেই..! আর সেই বুদ্ধিজীবীরা আমাদের লেখা নিয়ে খাপ পঞ্চায়েত বসিয়েছেন..! অসাধারণ!

ওই মহিলা যে বক্তব্য রেখেছেন সেটাই যদি আমাদের দলের কোন নেতার মুখ দিয়ে শোনা যেত? সো কল্ড বুদ্ধিজীবীরা কি করতেন? যেহেতু হুমকিটা এই দলের দুজনের বিরুদ্ধে, তাই বেমালুম ওই মহিলার সাপোর্টে এসে দাঁড়িয়েছেন! শাবাশ…”

 

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular