Paschim Bardhaman: অবৈধ খাদানে চাপা পড়ে মৃত্যু, অনেকে আটকে

অবৈধ কয়লা খাদানে (Mine) কাজ করতে নেমে মর্মান্তিক পরিনতি। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর ফরিদপুরে দুর্ঘটনা। চাপা পড়ে মারা গেছেন কয়েকজন। ভিতরে আটকে অনেকে।…

Paschim Bardhaman: অবৈধ খাদানে চাপা পড়ে মৃত্যু, অনেকে আটকে

অবৈধ কয়লা খাদানে (Mine) কাজ করতে নেমে মর্মান্তিক পরিনতি। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর ফরিদপুরে দুর্ঘটনা। চাপা পড়ে মারা গেছেন কয়েকজন। ভিতরে আটকে অনেকে।

ইসিএল জানিয়েছে, দুর্ঘটনার কেন্দ্র দুর্গাপুরের ফরিদপুর মাধাইপুরের একটি খোলামুখ খনি। শুরু হয়েছে উদ্ধার।বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। কয়েকজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

Advertisements

পুলিশ সূত্রে খবর, মৃতদোর দুজনের নাম আন্নাহরি বাউরি (৫০), শ্যামল বাউরি (৩০)। আরও দু’জনের দেহ উদ্ধার হয়েছে। মৃতদের তিনজন একই পরিবারের বলে একটি সূত্রে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা কিশোর বাউরী নামের এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ইসিএল কর্তৃপক্ষ ও পুলিশ উদ্ধারকাজ শুরু করেছে।