Darjeeling: জিটিএ নির্বাচনের দিন ঘোষণা হতেই গুরুংয়ের অনশন কর্মসূচিতে গরম হাওয়ায়

দার্জিলিং (Darjeeling) পার্বত্যাঞ্চলে হচ্ছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন নির্বাচন বা জিটিএ ভোট। আর ভোট বিরোধিতা দার্জিলিং শহরে অনশনে গোর্খা জনমুক্তি মোর্চা (গোজমুমো) নেতা বিমল গুরুং। Advertisements…

দার্জিলিং (Darjeeling) পার্বত্যাঞ্চলে হচ্ছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন নির্বাচন বা জিটিএ ভোট। আর ভোট বিরোধিতা দার্জিলিং শহরে অনশনে গোর্খা জনমুক্তি মোর্চা (গোজমুমো) নেতা বিমল গুরুং।

Advertisements

মঙ্গলবার দার্জিলিংয়ে সর্বদলীয় বৈঠকের শেষে একথা জানালেন জলপাইগুড়ির ডিভিশনার কমিশনার। আগামী ২৬ জুন হবে নির্বাচন। ফলপ্রকাশ ২৯ জুন। ২৭ মে এবিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে।

Advertisements

এদিন সকাল ১১ টা থেকে শুরু হচ্ছে বিমল গুরুংয়ের অনশন কর্মসূচি৷ মঙ্গলবার একথা নিজেই ঘোষণা করেছেন বিমল গুরুং। তাঁর দাবি, ২০১১ সালে চুক্তি অনুয়ায়ী যতদিন না তরাই ডুয়ার্সে ৩৯৬ টি মৌজাকে জিটিএ র অন্তর্ভুক্ত করতে হবে৷ জিটিএকে আরও ক্ষমতা দিতে হবে। তা না হলে অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও এর আগে গোর্খা জনমুক্তি মোর্চার যুব সংগঠনের তরফে এই কর্মসূচি জারি ছিল। এবার সেখানে অংশ নেবেন স্বয়ং গুরুং৷

একই দাবিতে সরব হয়েছে বিজেপি, জিএনএলএফ। এদিন সর্বদলীয় বৈঠকে উপস্থিত হয়নি। বিজেপি এবং শরিক দল। বিজেপি সাংসদ রাজু বিস্ত জানিয়েছেন, জিটিএ নির্বাচন হাতে গোনা বাংলার কয়েক জন নেতা ও ঠিকাদারদের টেন্ডার প্রসেস। বিজেপি এবং তাঁর সহযোগী দলগুলি এর মধ্যে নেই। জিটিএ একটি অসাংবিধানিক বোর্ড। এর কাছে কোনও ক্ষমতা নেই । জিটিএ আইন তৈরিতে সক্ষম নয়। আগামী দিনে জিটিএ নির্বাচনের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাবো। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই হুঙ্কার দিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত।

দার্জিলিংয়ের সাংসদ বলেন, জিটিএ নির্বাচন আসলে গোর্খাদের বিরুদ্ধে। যারা গোর্খাদের পক্ষে, গোর্খা সংস্কৃতির পক্ষে তাঁরা এই নির্বাচনের বিরোধীতা করবে। মমতা দিদি যদি গোর্খাদের নিয়ে এতকিছু ভাবেন তাহলে তার উচিত শীঘ্রই পঞ্চায়েত নির্বাচন করানো। এর অর্থ হল ২০০ কোটি টাকার বিনিময়ে তরাই ডুয়ার্স এলাকার নেতাদের কিনে নিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গরম হচ্ছে দার্জিলিং, কালিম্পং দুই পার্বত্য জেলা। পাহাড়ে ছড়াচ্ছে গরম হাওয়া।