রে-রে করে আছড়ে পড়ল রেমাল, দাপটে ঝড় বৃষ্টি কলকাতা-জেলায়

স্থলভাগে আছড়ে পড়ল রেমাল। এপার বাংলার সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল হল প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড় রেমালের গতিবেগ ঘণ্টায় ১30 কিলোমিটার।…

Cyclone Remal made landslide updates, স্থলভাগে আছড়ে পড়ল রেমাল

স্থলভাগে আছড়ে পড়ল রেমাল। এপার বাংলার সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল হল প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড় রেমালের গতিবেগ ঘণ্টায় ১30 কিলোমিটার। ঝড়ের দাপটে প্রবল জলোচ্ছ্বাস তৈরি হয়েছে সমুদ্রে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রবিবার সন্ধ্যার পর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দাপটের সঙ্গে ঝড়, ঝেঁপে বৃষ্টি চলছে।

রবিবার রাত ৯টা নাগাদ বঙ্গোপসাগরের সীমানা ছাড়িয়ে উপকূল ছুঁয়ে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু করেছিল ঘূর্ণিঝড় রেমাল। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রেমালের প্রভাবে সন্ধ্যা থেকেই দমকা ঝোড়ো হাওয়া শুরু হয়েছিল, সঙ্গে বৃষ্টিপাতও চলে।

   

সোমবার বাতিল একাধিক ট্রেন, শিয়ালদহ শাখায় চরম দুর্ভোগের আশঙ্কা

মৌসম ভবন জানিয়েছে, রেমালের দাপটে আগামী ৬ ঘন্টা উত্তাল হয়ে থাকবে আবহাওয়া। ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে দক্ষিণ গাঙ্গেয়বঙ্গের দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা, হাওড়া, হুগলিতে। মধ্যরাতের দিকে দুই চব্বিশ পরগণা, পূর্ব মেদিনীপুর ও কলকাতায় অতিভারী বৃষ্টি হবে।

দুয়ারে সাইক্লোন, হাতের কাছে রাখুন এই জরুরি নম্বর

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে, ঘূর্ণিঝড় রেমালের জেরে সোমবার দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানেও একই পূর্বাভাস জারি করা হয়েছে। ভাল পরিমাণে বৃষ্িপাত হতে পারে বীরভূম, দুই দিনাজপুর, মালদায়। ভিজবে জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুরও।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ল্যান্ডফলের পর ঝড়ের দাপট আরও বাড়তে পারে।

আর মিস হবে না স্টেশন, ঘুমিয়ে পড়লেও রেলই আপনাকে জাগিয়ে দেবে