শিঁকল দিয়ে বাঁধা হল ট্রেন, ক্যানিং থেকে মাত্র ১৯০ কিমি দূরে রেমাল

সময় যত এগোচ্ছে, তত ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Reamal)। ক্যানিং থেকে তার বর্তমান অবস্থান মাত্র ১৯০ কিমি। দুপুর থেকেই কলকাতার আকাশের মুখ ভার। ঝেঁপে…

Cyclone Reamal Just 190 km Ahead of Canning: Prepare for Impact"

সময় যত এগোচ্ছে, তত ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Reamal)। ক্যানিং থেকে তার বর্তমান অবস্থান মাত্র ১৯০ কিমি। দুপুর থেকেই কলকাতার আকাশের মুখ ভার। ঝেঁপে বৃষ্টি হচ্ছে কলকাতায়। এই আবহে সতর্ক রয়েছে প্রশাসন। চারিদিকে খোলা হয়েছে হেল্প লাইন নম্বর। হাওয়া অফিসের অনুমান অনুযায়ী রবিবার গভীর রাতে এই ঝড়ের ল্যান্ডফল হতে পারে। এই।ঝড়ের মোকাবিলা করতে প্রস্তুত রেল। হাওড়ায় চেন দিয়ে বাঁধা হল ট্রেন। যাতে প্রবল ঝড়ে ট্রেনের কোচের কোনও ক্ষতি না হতে পারে।

হাওয়া অফিসের সূত্রে খবর, হাওয়া অফিসের শেষ পূর্বাভাস বলছে, উত্তর বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর দিকে এগোচ্ছে রেমাল ক্যানিংয়ের ১৯০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে রয়েছে রেমাল। বাংলাদেশের মোংলা থেকে ২২০ কিলোমিটার দক্ষিণে রয়েছে। বাংলাদেশের খেপুপাড়ার ১৮০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে রয়েছে। এই আবহে রাজ্য পরিবহণ দফতরের নির্দেশে হাওড়া-কলকাতার মধ্যে ফেরি পরিষেবা বন্ধ রাখা হচ্ছে রবিবার এবং সোমবার।

   

রবিবার এমনিতেই লোকাল ট্রেনে যাত্রী সংখ্যা কম। তবে যারা প্রয়োজনে বাইরে আছে তারাও তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাইছে। কলকাতার পাশাপাশি বৃষ্টি হচ্ছে হুগলী, হাওড়া, দুই চব্বিশ পরগনায়। ট্রেনের এক যাত্রীর বক্তব্য, ” বৃষ্টি হলেই তো ট্রেন বন্ধ হয়ে যায়। ট্রেনের তারে গাছ পড়লেই তিন চার ঘণ্টা ট্রেন বন্ধ থাকে। তার মধ্যে এই রকম ঘূর্ণিঝড়ে কী হবে কে জানে।”

হাওয়া অফিসের সূত্রে জানা গিয়েছে যে রবিবার রাতে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করে প্রবল ঘূর্ণিঝড় হিসাবে বাংলাদেশের মোংলার দক্ষিণ-পশ্চিমে আছড়ে পড়তে পারে। সে সময়ে তার গতি থাকবে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। সাময়িক ভাবে দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ১৩৫ কিলোমিটার পর্যন্তও।