দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া, মঙ্গলবার থেকে ফের নামবে তাপমাত্রা

Sudden Winter Drop West Bengal

কলকাতা: ইন্দোনেশিয়া উপকূলে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ (Cyclone Seniyar) স্থলভাগে প্রবেশ করার পর তার শক্তি কমে গিয়ে বর্তমানে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। মালাক্কা প্রণালীর ওপরে অবস্থান করা এই সিস্টেমটির প্রভাব সরাসরি ভারতে না পড়লেও বাতাসের গতিবেগ পরিবর্তনের জেরে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় সামান্য তারতম্য তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার পর্যন্ত তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন না হলেও মঙ্গলবার থেকে ফের শীতের আমেজ বাড়তে শুরু করবে।

এদিকে বঙ্গোপসাগরের দক্ষিণ–পশ্চিমে তৈরি হওয়া নতুন ঘূর্ণিঝড় ‘দিতওয়া’ দ্রুত শক্তি সঞ্চয় করছে। ইয়েমেন এই ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে। ‘দিতওয়া’ শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি অবস্থান করে উত্তর-উত্তরপশ্চিম অভিমুখে এগোচ্ছে এবং অনুমান করা হচ্ছে রবিবার সকাল নাগাদ এটি তামিলনাড়ু–পুদুচেরি উপকূলে স্থলভাগে আঘাত হানবে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলায় কোনও সরাসরি ক্ষতির সম্ভাবনা নেই, তবে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে আগামী কয়েক দিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

   

আবহাওয়া দফতরের মতে, দিতওয়া স্থলভাগ অতিক্রম করার সময় দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পুদুচেরি, কেরল এবং দক্ষিণ উপকূলের বিস্তৃত অঞ্চলে প্রবল বর্ষণ হতে পারে। পাশাপাশি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ভারী বর্ষার সতর্কতা বজায় রয়েছে। ‘সেনিয়ার’-এর পর বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ তৈরির সম্ভাবনাও বাতিল করা যাচ্ছে না। শুষ্ক উত্তরি হাওয়া সক্রিয় হওয়ার ফলে বাংলায় শীতের দাপট আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক এবং কুয়াশাহীন আবহাওয়া বিরাজ করছে। সকাল এবং রাতে হালকা শীতের অনুভূতি স্পষ্ট। কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও তুলনামূলকভাবে বেশি ৪৬ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি এবং সর্বোচ্চ ২৮ ডিগ্রির মধ্যে থাকতে পারে।

রবিবার পর্যন্ত তাপমাত্রা খুব একটা না কমলেও হাওয়ার দিক পরিবর্তনের কারণে মঙ্গলবার থেকে শীতের তীব্রতা বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহের শেষদিকে বিশেষত শুক্রবার কলকাতার পারদ ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে দার্জিলিংয়ের পারদ ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। পার্বত্য অঞ্চলে আগামী কয়েক দিন তাপমাত্রায় তেমন পরিবর্তন নেই এবং শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। অন্যদিকে দুই দিনাজপুর এবং মালদহের মতো নীচুভূমির জেলাগুলিতে সপ্তাহান্তে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন