Cyclone Asani: ‘অশনি’ সংকেত! বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে মরশুমের প্রথম ঘূর্ণিঝড়

বছরের প্রথম ঘূর্ণিঝড় দানা বাঁধছে বঙ্গোপসাগরে। তবে এখনও তা নিম্নচাপের পর্যায়েই রয়েছে। এই সপ্তাহের শেষে এর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা। ঘূর্ণিঝড়ের নাম ‘অশনি’। এই নাম…

বছরের প্রথম ঘূর্ণিঝড় দানা বাঁধছে বঙ্গোপসাগরে। তবে এখনও তা নিম্নচাপের পর্যায়েই রয়েছে। এই সপ্তাহের শেষে এর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা।

ঘূর্ণিঝড়ের নাম ‘অশনি’। এই নাম দিয়েছে শ্রীলঙ্কা। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ যদিও বাংলায় কোনও প্রভাব ফেলবে না বলেই জানিয়েছেন আবহবিদরা। বরং এটি তৈরি হওয়ার পর আন্দামানের দিকে সরে যাবে। তারপর শক্তি সঞ্চয় করে তৈরি করবে ঘূর্ণিঝড়। এরপর আগামী সপ্তাহেই তা আছড়ে পড়তে পারে স্থলভাগে। মৌসম ভবন সূত্রে খবর, বাংলার দিকে এক গতিপথ না হলেও এখনও স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। এর জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

   

Advertisements

এখনও পর্যন্ত এর অভিমুখ পূর্ব ও উত্তর-পূর্ব দিকে। মনে করা হচ্ছে, সেখান থেকে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে ‘অশনি’। রবিবার গভীর নিম্নচাপে পরিণত হয়ে সোমবার এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে৷ গতিপথ এখনও যেটুকু বোঝা গিয়েছে, তাতে বুধবার এটি বাংলাদেশ ও মায়ানমার উপকূল দিয়ে স্থলভাগের প্রবেশ করবে। তবে পশ্চিমবঙ্গে আছড়ে না পড়লেও নিম্নচাপের ফলে রাজ্যের উপকূল অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News