শিলিগুড়ি: উত্তরবঙ্গ সফরে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মঙ্গলবার তিনি শিলিগুড়িতে হামলার শিকার বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে যান। সোমবারের ওই হামলার পর খগেন মুর্মুকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই হাসপাতালে উপস্থিতির পরই রাজ্যপাল অসুস্থ বোধ করেন বলে জানা গিয়েছে।
ময়নাগুড়ি সফর বাতিল
রাজ্যপালের ময়নাগুড়ি সফরও বাতিল করা হয়েছে। ওই এলাকায় বৃষ্টি-বিপর্যস্ত অঞ্চল পরিদর্শন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পরিকল্পনা ছিল। তবে আচমকাই অসুস্থতার কারণে এই কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। এখনও স্পষ্ট নয়, রাজ্যপালের শারীরিক অবস্থার বিস্তারিত।
প্রসঙ্গত, গত এপ্রিল মাসে হার্টে ব্লকেজের কারণে প্রায় ২৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাজ্যপাল। শুরুতে কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল, পরে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মে মাসে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রাজভবনে ফিরে আসেন তিনি।
মুর্মুর অবস্থাও স্থিতিশীল CV Ananda Bose unwell Siliguri hospital
হাসপাতালে চিকিৎসাধীন খগেন মুর্মুর অবস্থা আপাতত স্থিতিশীল। তাঁর চোখের নীচের হাড় ভেঙে গেছে, এবং চিকিৎসার জন্য তাঁকে দিল্লিতে স্থানান্তর করা হতে পারে। একই ঘটনায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও হাসপাতালে ভর্তি আছেন। ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব, এবং লোকসভার স্পিকার ওম বিড়লা রিপোর্ট তলব করেছেন।
আজ, মঙ্গলবার মিরিক পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সময়ে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধ্বস্ত এলাকা পরিদর্শনকালে শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন, কেন এখনও খগেন মুর্মুদের উপর হামলার ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন তিনি।
বিজেপি সূত্রের খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনও কাউকেই গ্রেফতার করা যায়নি। তৃণমূলের দাবি, তদন্ত চলছে এবং গ্রেফতার করতে কিছুটা সময় লাগতে পারে।