আগামী দুই মাস ধরে রাজ্য সফরে (Sangyog Yatra) বের হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দু ই মাস ধরে চলবে সেই কর্মসূচি। অভিষেকের সেই কর্মসূচিকে কটাক্ষ করলেন সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (CPM State Secretary Mohammed Salim)৷ এদিন তিনি বলেন, এটা প্লট তৈরি করা হল। যাতে সুপ্রিম কোর্টে অভিষেকের আইনজীবী বলতে পারেন হুজুর এখন উনি প্রচারে ব্যস্ত আছেন। দু’মাস আসবেন না।
আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে নবজোয়ার কর্মসূচির ঘোষণা করা হয়েছে। ২৫ এপ্রিল কোচবিহার থেকে শুরু হবে। এরপর আলিপুরদুয়ার, শিলিগুড়ি হয়ে দুই দিনাজপুর, মালদহ হয়ে দক্ষিণবঙ্গে ঢুকবে। চলবে দুই মাস। তোলাপাড় হয়েছে রাজ্য রাজনীতি।
যা নিয়ে কটাক্ষ করে মহম্মদ সেলিম বলেন, আমি দীর্ঘদিন রাজনীতি করি। আমি জানি কেন মমতা অভিষেককে দিয়ে এই সব জনসংযোগ যাত্রা করাচ্ছেন। এটা প্লট তৈরি করা হল, সুপ্রিম কোর্টে অভিষেকের আইনজীবী যাতে বলার সুযোগ পান, হুজুর এখন উনি প্রচারে ব্যস্ত আছেন ২ মাস আসবেন না। কারণ হিসেবে তিনি বলেন, মমতা জানেন সুপ্রিম কোর্টে হয়ত আর স্বস্তি হবে না। সুতরাং সিবিআই যাতে শান্তনু কুন্তলের সঙ্গে অভিষেককে মুখোমুখি না বসায় তার জন্য সময় চাওয়ার কৌশল।
সেলিমের এই মন্তব্যকে কটাক্ষ করে তৃণমূলের মুখপাত্র বলেন, মহম্মদ সেলিম ভ্রাম্যমাণ পরাজিত। উত্তর কলকাতায় হারেন, চলে যান রায়গঞ্জ। ঘুরে ঘুরে হারেন। অভিষেক ডায়মন্ড হারবারেই দাঁড়ান, জেতেনও। উনি রাজনৈতিক প্রচারে যাচ্ছেন। এর সঙ্গে কুন্তল, শান্তনু আইনি বিষয়ের কী আছে? মহম্মদ সেলিমকে সিপিএমের রাহুল সিনহা বলে কটাক্ষ করেন তিনি৷