ফারাক্কা ঘিরবে (CPIM) সিপিআইএম। মুর্শিদাবাদ জেলায় রাজনৈতিক হাওয়া গরম। জেলা সিপিআইএম জানাচ্ছে নদী তীরবর্তী এলাকায় ভাঙনের কারণে বহু মানুষ তাদের শেষ সম্বল হারিয়েছেন। তাদের সাহায্য করার জন্য কোনও উদ্যোগ নেই রাজ্যের শাসকদল তৃণমূলের। কেন্দ্রের শাসকদল বিজেপিরও কোনও নজর নেই। নিজেদের দাবি জানাতে ফারাক্কায় লাল পতাকার নেতৃত্বে জনসমাবেশে অংশ নেবেন ভিটেহীন মানুষরা।
বামফ্রন্ট সূত্রে খবর, ‘নদী বাঁচাও বাংলা বাঁচাও’ দাবি তুলে ফারাক্কায় সমাবেশ হবে আগামী ১৮ সেপ্টেম্বর। ফারাক্কার সমাবেশে হাজির থাকবেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও জেলা বামফ্রন্ট নেতৃত্ব।
রাজ্য জুড়ে পুনরায় একশ দিনের কাজ শুরুর আইনি নির্দেশ থাকলেও সেই কাজ পুনরায় পুরোদমে শুরুর দাবিতে কৃষকসভার নেতৃত্বে চলছে আন্দোলন। এবার আবাস প্রকল্পে টাকা বরাদ্দ করে জমি হারানো মানুষদের বিকল্প বাসস্থানের দাবিতে আন্দোলনে সিপিআইএম।
শাসকদল তৃণমূলের অভিযোগ, আবাস যোজনায় কেন্দ্রের থেকে টাকা মিলছে না। রাজ্যের বিরোধী দল বিজেপির যুক্তি, কেন্দ্রের আর্থিম প্রকল্পের নয়ছয় চলেছে। রাজ্য সরকার সঠিক হিসেব দিলেই টাকা পুনরায় দেবে মোদী সরকার। পূর্বতন শাসকদল সিপিআইএমের অভিযোগ, তৃণমূল ও বিজেপি একইসাথে জনতাকে ধোঁকা দিয়ে চলেছে।
আবাস যোজনায় কারচুপির অভিযোগ তুলে জেলায় জেলায় ক্ষোভ তৈরি হয়েছে। যে সকল ভূমিহীনরা আবাস যোজনায় বাড়ি পাওয়ার যোগ্য, তাদের জমির পাট্টা ও আবাস যোজনার অধীনে বাড়ি তৈরি করার টাকা দেওয়া হবে বলে সিদ্ধান্ত রাজ্য সরকারের। সিপিআইএমের কটাক্ষ, জনতার করের টাকা লুটে খাচ্ছে তৃণমূল নেতৃত্ব। এতে জড়িত বিজেপির অনেক নেতা।
ভাগীরথী গঙ্গার উপর ফারাক্কা বাঁধ ঘিরে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলে। পড়শি দেশের অভিযোগ, এই বাঁধের ফলে সে দেশের পদ্মা নদীর প্রবাহমানতা কমছে আবার বর্ষা মরশুমে বন্যা ও ভাঙন প্রকোপ বাড়ছে। সীমান্তের এপারে নদী তীরবর্তী এলাকাও ভাঙন আতঙ্ক।