Advertisements

ভোটে ‘X’ ফ্যাক্টর হতে চলেছে গরীব খেটে খাওয়া মানুষ: দীপ্সিতা ধর

দেশজুড়ে ধর্মীয় উন্মাদনা, মেরুকরণের রাজনীতি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) এবং বিজেপির জোড়াফলার বিরুদ্ধে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো যখন ২০২৪ লোকসভা ভোটকে পাখির চোখ করে এককাট্টা হওয়ার চেষ্টা করে চলেছে বলে অ-বিজেপি দলগুলির বার্তা আসছে। বাম (CPIM) নেত্রী দীপ্সিতা ধর সেই কথা বললেন শারদ বই বিপনী কেন্দ্র উদ্বোধন করে।

Advertisements
  • সিপিআইএম শারদীয়া বুক স্টল উদ্বোধনী অনুষ্ঠান।
  • শারদ স্টলে ভিড় ছিল চোখে পড়ার মতো।
  • উত্তর ২৪ পরগনা জেলার বাম নেতারা ছিলেন অনুষ্ঠানে।
  • বাম নেত্রী দীপ্সিতা ধরের ভাষণ শুনতে ভিড় জমে।

বিস্তারিত পড়ুন:

শারোদতসব উপলক্ষে আগরপাড়ার বটতলাতে শুক্রবার সিপিআইএম বুক স্টলের উদ্বোধন করেন এসএফআই’র সর্বভারতীয় নেত্রী দীপ্সিতা ধর।

Advertisements

অনুষ্ঠানে এসে বাম নেত্রী দীপ্সিতা ধর বলেন, “২০২৪ লোকসভা ভোটে ‘X’ ফ্যাক্টর হতে চলেছে গরীব খেটে খাওয়া মানুষ। পাঞ্জাব,হরিয়ানা, উত্তরপ্রদেশের কৃষকরা রাস্তায় নেমে দেখিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেশিনারি মাথা নত করতে বাধ্য। তাই লোকসভা ভোটে মানুষ শেষ কথা বলবে।”

সিপিআইএমএই শারদীয়া বুক স্টল উদ্বোধনী অনুষ্ঠানে ভিড় ছিল চোখে পড়ার মতো। উত্তর ২৪ পরগনা জেলার বাম নেতারা ছিলেন অনুষ্ঠানে।

দীপ্সিতা বলেন, রাজ্যে ক্রমাগত দুর্নীতির পর্দাফাঁস চলছে। বাম নেত্রীর অভিযোগ, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে দুর্নীতির পাহাড় তৈরি হয়েছে। আগামী ভোটে এর প্রভাব দেখা যাবে।

গত লোকসভা ও বিধানসভা ভোটে রাজ্যে সিপিআইএম সহ বামদলগুলির প্রাপ্তি শূন্য। পূর্বতন শাসকদলের এমন বেহাল পরিস্থিতির মাঝে বিজেপি রাজ্যে প্রথমবার বিরোধী দল হয়। তবে বিধানসভা পরবর্তী সব নির্বাচনে তাদের ভোটের হারে অবনমন স্পষ্ট। সেই জায়গা দখল করছে সিপিআইএম।

শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্দরেও আলোচনা খাতায় কলমে বিজেপি বিরোধী দল হলেও আসলে বাম শিবিরে বিরোধী ভোট জমা হতে শুরু করেছে।

উতসব উপলক্ষ্যে রাজ্যের সর্বত্র প্রতিবারের মতো শারদ বই বিপনী কেন্দ্র খুলেছে সিপিআইএম।

Advertisements