মাঝখানে রাহুল গান্ধি (Rahul Gandhi)। তাঁর ডান দিকে শতরূপ ঘোষ। বাঁ দিকে সুজন চক্রবর্তী। তাঁর পাশে মহম্মদ সেলিম। লক্ষ্মীবারে এই ছবির সাক্ষী থাকল মুর্শিদাবাদ। ভারত জোড়ো ন্যায় যাত্রায় নবাবের জেলায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। তাঁর সঙ্গে হাজির বাংলার সিপিআইএম নেতারা। একসঙ্গে ছবিও তুললেন। আরও একবার জোটের বার্তা। একজোট হয়ে লড়াইয়ের বার্তা।
বাম-কংগ্রেসের এই জোটের ছবিকেই কটাক্ষ করেছে তৃণমূল। ঘাস ফুল শিবিরের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘রাহুল গান্ধীর সঙ্গে আজ যে সিপিএম আদিখ্যেতা করে ছবি তুলছে, তারাই রাহুলের ঠাকুরমাকে বলেছিল ডাইনি; রাহুলের বাবার কার্টুন এঁকে দেওয়াল লিখেছিল: গলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। তাঁকে ক্ষমতাচ্যুত করতে বিজেপির সঙ্গে হাতও মিলিয়েছিল।’
এখানেই শেষ হয়ে যায়নি কুণালের কটাক্ষ। সিপিআইএমকে নিশানা করে তিনি আরও লেখেন, ‘এখন একা লড়লে ৪২ আসনে জমানত জব্দ। তাই পাগলের মত হ্যাংলামি করে বেড়াচ্ছে সিপিএম।’