HomeWest BengalPiyali Basak: এভারেস্ট-লোৎসে জয়ী পিয়ালির বাড়ি বাঁচাতে গণসংগ্রহে নামল CPIM

Piyali Basak: এভারেস্ট-লোৎসে জয়ী পিয়ালির বাড়ি বাঁচাতে গণসংগ্রহে নামল CPIM

- Advertisement -

পর্বতারোহণের বিপুল খরচ জোগাতে বাড়ি বন্ধক রেখেছেন এভারেস্ট ও লোৎসে শৃঙ্গ জয়ী বাঙালি পর্বতারোহী (Piyali Basak) পিয়ালি বসাক। তাঁর বাড়ি বা়ঁচাতে এবার গণ সংগ্রহে নামল সিপিআইএম (CPIM) ও দলটির ছাত্র-যুব সংগঠন।

“বিক্রি হতে দেব না পিয়ালির বাড়ি”, “স্বপ্ন বাঁচুক ঘরে ঘরে পিয়ালিকে লক্ষ্য করে” এই মর্মে সিপিআইএম ও বাম ছাত্র-যুব সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই জেলা ভিত্তিক অর্থ সংগ্রহে নেমেছে। দলীয় সংগঠনগুলির তরফে সব জেলায় আবেদনপত্র বিলি করা হচ্ছে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় পিয়ালি বাড়ি বন্ধক থাকার কথা বলে সেটি ছাড়ানোর প্রচার শুরু করা হলো।

   

CPIM rallied to save the house of Everest conqueror Piyali Basak

হুগলির চন্দননগরের বাসিন্দা পিয়ালি বসাক রবিবার বিকেলে জয় করেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। নেপাল গিয়ে অভিযানের খরচ জোগাড় করতে তিনি বাড়ি বন্ধক রেখেছেন। এভারেস্ট জয়ের পর মঙ্গলবার তিনি জয় করেন বিশ্বের চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে।

<

p style=”text-align: justify;”>জানা গিয়েছে, অভিযানের মোট খরচ ৩৫ লক্ষ টাকা। অত টাকা জোগাড় রতে পারছিলেন না পিয়ালী। বাড়ি বন্ধক দিয়ে, সমস্ত সঞ্চয় একত্রিত করেও অর্ধেক টাকা বাকি পড়ে। শেষে দান করা অর্থে ও এজেন্সির সাহায্যে তিনি অভিযান শুরু করেন। সঠিক সময়ে টাকা দিতে না পারলে পর্বতারোহী পিয়ালির বাড়ি আইনত অধিগ্রহণ করবে অর্থপ্রদানকারী সংস্থা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular