CPIM: আনিস খান মৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে বিক্ষোভের ডাক মীনাক্ষী মুখার্জির

minakshi mukherjee

আনিস খানের মৃত্যুর তদন্ত সিবিআইকে দিয়েই করাতে হবে। এই দাবিতে ফের পথে নামতে চলেছে সিপিআইএমের যুব সংগঠন। রাজ্যজুড়ে বিক্ষোভের ডাক দিলেন সিপিআইএমের (CPIM) যুবনেত্রী মীনাক্ষী মুখার্জী। দাবি আনিসের মৃত্যুর জন্য পুলিশ দোষী। তাদের শাস্তি দিতে হবে। এর আগেও মীনাক্ষীর নেতৃত্ব বাম যুব ও ছাত্র সংগঠনের প্রবল বিক্ষোভ হয়েছে হাওড়ায় অন্যত্র।

Advertisements

গত ১৮ ফেব্রুয়ারি হাওড়ার আমতায় নিজের বাড়িতেই মৃত্যু হয় আনিস খানের। তদন্ত চালিয়ে ১৪৪ দিন পর চার্জশিট পেশ করেছে রাজ্য সরকারের গঠন করা সিট। চার্জশিটে আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তী সহ পাঁচ জনের নাম রয়েছে। তবে চার্জশিটে উল্লেখ রয়েছে, আনিস খানকে খুন করা হয়নি বরং দুর্ঘটনা বসতই তিনি পড়ে যান। এতেই বিতর্ক শুরু হয়েছে।

মীনাক্ষী মুখার্জী বলেন, সিটের চার্জশিটে মুখ্যমন্ত্রী মন্তব্যের প্রতিধ্বনি হয়েছে অনিচ্ছাকৃত খুন দাবি করে। আনিসের বাবা যা দাবি করেছেন যে পুলিশ আনিসকে খুন করেছে, সেই পুলিশকে দিয়ে সিট গঠন করে সঠিক তদন্ত হতে পারে না। তাই বিচার বিভাগীয় নজরদারিতে সিবিআই তদন্ত করতে হবে। এই দাবিতে আমরা রাজ্য জুড়ে পথে নামব।

Advertisements

আনিসের পরিবারের অনড় দাবি, কেন সেদিন আনিসের বাবা সালেম খানের পেটে আগ্নেয়াস্ত্র রেখেছিল পুলিশ। কেন ছাদ থেকে পড়ে যাওয়ার পর আনিস খানকে হাসপাতালে নিয়ে যাওয়া হল না? এছাড়াও একাধিক প্রশ্নকে সামনে রেখে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে আনিসের পরিবার।

কেন আনিসের মৃত্যুর খবর পাওয়ার ১৯ ঘন্টা পরেও পুলিশ কেন পদক্ষেপ করল না? সেই প্রশ্ন তুলে এবার পথে নামতে চলেছে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই।