Minakashi Mukherjee: ‘ছেড়ে কথা বলব না’…নন্দীগ্রামের ‘কাজলা দিদি’ মীনাক্ষীর সভায় জনতার ঢল

বিধানসভার পর পঞ্চায়েত ফের নন্দীগ্রামে মীনাক্ষীকে (Minakshi Mukherjee) দেখতে জনতার ঢল নামল। জনসভা থেকে সিপিআইএমের যুবনেত্রী বলেন, ছেড়ে কথা বলব না। নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি জেলা, পরিষদ আসমে ভোট প্রচার করলেন মীনাক্ষী মুখার্জি

বাম জমানায় নন্দীগ্রাম গণহত্যার পর এলাকা থেকে মুছে যাওয়া সিপিআইএমের সামনে কড়া চ্যালেঞ্জ ছিল বিধানসভা ভোটে নিজেদের জমি তৈরি করার। মীনাক্ষী মুখার্জিকে সংযুক্ত মোর্চার বাম প্রার্থী করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর পাশাপাশি প্রচারে তীব্র আলোচনার কেন্দ্রে ছিলেন মীনাক্ষী। ভোটে মমতা মীনাক্ষীর পরাজয় হলেও নন্দীগ্রামে তিনি ‘কাজলা দিদি’ হিসেবে পরিচিত হন। সেই ‘কাজলা দিদি’কে দেখতে পঞ্চায়েতে ভোটের জনসভা ছিল উপচে পড়া ভিড়।

   

জনসভায় মীনাক্ষী জানান, পুলিশ যদি হাত গুটিয়ে বসে থাকে তাহলে বাড়ির চালে বোমা পড়বেই। তবে বোমা মেরে সিপিআইএমকে রোখা যাবে না। ছেড়ে কথা বলব না। তিনি নন্দীগ্রাম জুড়ে কর্মসংস্থানের সংকট তুলে ধরেন।

তাৎপর্যপূর্ণ, এদিন নন্দীগ্রামে বাইক মিছিল করেছে সিপিআইএম। মীনাক্ষীর জনসভা যোগ দিতে বিভিন্ন পঞ্চায়েত থেকে বাইক মিছিল আসে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন