‘জন-বিচ্ছিন্ন’ দল? এবার ই-মেলের মাধ্যমে জনমত জানতে চায় সিপিএম

 কলকাতাঃ লোকসভা ভোটে ভরাডুবি হয়েছে দলের। তাই জনসংযোগ বাড়াতে নতুন পন্থা অবলম্বন করল সিপিএম। এবার থেকে ই-মেল-এর মাধ্যমে জনমত জানাতে পারবে সাধারন মানুষ। মাঝে মধ্যেই…

সিপিআইএম

 কলকাতাঃ লোকসভা ভোটে ভরাডুবি হয়েছে দলের। তাই জনসংযোগ বাড়াতে নতুন পন্থা অবলম্বন করল সিপিএম। এবার থেকে ই-মেল-এর মাধ্যমে জনমত জানাতে পারবে সাধারন মানুষ। মাঝে মধ্যেই জনগনের সঙ্গে বৈঠকি আড্ডায় বসতে পারে বামেরা। তবে এই ই-মেল নিয়ে দলের মধ্যেই ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সমাজের প্রান্তিক শ্রেনীর মানুষ যারা তারা কি ই-মেলে আদৌ সড়গড়?

টাকা চাওয়ার অভিযোগে নাম জড়াল তৃণমূলের অভিনেত্রী-কাউন্সিলরের

   

এই প্রশ্নের জবাবে সেরকম কোনও জবাব মেলেনি আলিমুদ্দিনের তরফে। তবে ইঞ্জিনিয়ার থেকে শিক্ষক, শিক্ষিত সমাজের এক বড় অংশের মানুষ এই ই-মেলের মাধ্যমে দলের সঙ্গে যুক্ত হতে পারবেন বলে দাবি করেছেন বাম নেতৃত্ব।

মোদীর সঙ্গে সাক্ষাতে পরতে পরতে চমকালেন রোহিত-বিরাটরা!

দলের চালকের আসনে নতুন প্রযন্মকে নিয়ে আসা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। এবার দলের ভরাডুবির পর নিজেদের খোলনলচে বদলে ফেলার নতুন চিন্তা ভাবনা শুরু করেছে। সেই সঙ্গে তৃণমূলস্তরে জনসংযোগ বাড়াতে নতুন উদ্যেগ নিতে চাইছে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

বেজিংকে বিঁধতে বেনজির ছক ওয়াশিংটনের, ধর্মশালায় মার্কিন সংসদীয় দল

আগামী অগাস্টে ২৪ ও ২৫ তারিখ নদিয়ার কল্যানীতে রাজ্য কমিটির বৈঠকে বসতে চলেছে সিপিএম। তার আগে জুলাইতে দিল্লিতে কেন্দ্রীয় কমিটির বৈঠকে বসে হারের পর্যালোচনা করবেন বাম নেতৃত্ব। এর আগে বিগত কিছু বৈঠকে বামেদের প্রতি মানুষের অবিশ্বাসকেই চিহ্নিত করেছিলেন আলিমুদ্দিনের নেতারা। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মানুষ বামেদের পরিবর্তে তৃণমূলকেই বেছে নিয়েছে বলেই দাবি বাম নেতৃত্বের। তাই কোনও না কোনওভাবে দল যে জন বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেটা তারই প্রমাণ। সুতরাং জন সংযোগ বাড়াতে বামেদের এই নতুন কৌশল কতটা কার্যকর হয়, সেটা দেখার জন্য আগামী দিনের জন্য তাকিয়ে থাকতে হবে।