HomeWest BengalPanagarah Army Camp: পানাগড় সেনা ছাউনির ভোটে বিজেপি গোহারা, জয়ী সিপিআইএম

Panagarah Army Camp: পানাগড় সেনা ছাউনির ভোটে বিজেপি গোহারা, জয়ী সিপিআইএম

- Advertisement -

সেনা ছাউনিতে গোঁত্তা খেল (BJP) বিজেপি। তাদেরই কর্মচারী সংগঠনকে গোহারা হারিয়েছে (CPIM) সিপিআইএম। বৃহস্পতিবার ফল বের হতেই পানাগড় সেনা ছাউনিতে (Panagarah Army Camp) উড়ছে লাল আবির।

বৃহস্পতিবার ডিউটি শেষ করেই বাম সংগঠনের কর্মীরা পরস্পরকে লাল আবির মাখিয়ে দেন। তারা জানান, কেন্দ্রের মোদী সরকারের নীতির বিরুদ্ধে তাদের আন্দোলন চলবে। পানাগড় সেনা ছাউনিতে জয়ে আন্দেলন আরও শক্তিশালী হলো।

   

পানাগড় সেনা ছাউনির অধীনস্থ কেন্দ্র সরকারী কর্মচারি ইউনিয়নের নির্বাচন হয় বুধবার। সিপিআইএম ও বিজেপি ৯টি আসনে লড়াই করে। মোট ভোটার ৩৭৮ জন। ভোট পড়েছে ২৫১ টি। ৬টি আসন বাম দখলে।

বিজেপির কর্মচারী সংগঠনকে হারিয়ে বৃহস্পতিবার পানাগড় সেনা ছাউনিতে উল্লসিত বামপন্থী কর্মচারী সংগঠন। বুধবার সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণার পর বৃহস্পতিবার ডিউটি শেষে তারা জয় আনন্দে মেতে ওঠেন।

পশ্চিম বর্ধমান জেলা সিপিআইএম ও সিটু সহ বাম শ্রমিক সংগঠনগুলির তরফে পানাগড় সেনা ছাউনিতে জয়ের শুভেচ্ছা পাঠানো হয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular