Singur: টানা ৫৯ বছর ক্ষমতায়! সিঙ্গুরে বামফ্রন্টের কাছে হেরে তৃণমূলে শুরু দোষারোপ

তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে সিঙ্গুর (Singur) আন্দোলন বাম জমানার পতনের অন্যতম কারণ সেখানেই ফের পরাজিত শাসকদল টিএমসি। সিপিআইএমের কাছে হারতে হয়েছে। টানা ছয় দশক বামফ্রন্টের দখলে সিঙ্গুর ব্লকের গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। এই সমবায় সিঙ্গুরের অন্যতম। এই সমবায়তেই অনাস্থা এনে পরাজিত হল তৃণমুল কংগ্রেস। ফের সমবায়ের পরিচালন সমিতি নিজেদের দখলে রাখতে সমর্থ হল সিপিআইএম।

১৯৬৩ সালে তৈরি হয়েছিল এই সমবায় সমিতি। জন্ম লগ্ন থেকে এই সমবায় বামফ্রন্টের দখলে। বামফ্রন্ট সরকার পড়ে গেছে, সিঙ্গুর বিধানসভায় পরপর হেরেছে সিপিআইএম। তবে গুরুত্বপূর্ণ এই সমবায় তাদের দখলেই থাকল। তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর তিনবার ভোটাভুটি হয়েছিল। তিনবারই পরাজিত হয়েছে টিএমসি।

   

এই সমবায় সমিতির তৃণমূল কংগ্রেসের ১৫ টি ও বামেদের ৩২ টি আসন দখলে ছিল। মোট  ৪৭ জন সদস্যের মধ্যে এবারের অনাস্থা ভোটে ৪৪ জন ভোটাভুটিতে অংশ নেন। অনাস্থার বিপক্ষে ২৩ টি ভোট পড়ে এবং অনাস্থার পক্ষে ২১ টি ভোট পড়ে। জিতে যায় সিপিআইএম।

পরপর তিনবার সিঙ্গুরের গুরুত্বপূর্ণ সমবায়ের ভোটে হেরে হুগলি জেলা টিএমসি নেতারা ক্ষুব্ধ। বামফ্রন্টের পক্ষে এই রায়ের পর সমবায়ের বোর্ড অফ ডিরেক্টর দেবাশীষ মুখার্জী জানান, এই রায় পুনরায় প্রমান করে দিল, বামফ্রন্ট দুর্নীতিগ্রস্থ নয় ও সমবায় সমিতির গ্রাহকদের টাকা তছরূপ করেনা বলে আমাদের জয়লাভ হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন