বাড়ির চালে জাবর কাটছে গরু! দুর্গাপুরে হই হই

গল্পের গরু গাছে ওঠে। আর বাস্তবে গরু উঠল বাড়ির চালে। বুধবার সাত সকালে এমনই একটি ভাইরাল ভিডিও ঘিরে নেটিজনেদের মধ্যে ব্যাপক কৌতুহল। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই গরু মনের আনন্দে বাড়ির চালে উঠে জাবর কাফনে। পশ্চিম বর্ধমান জেলার শিল্পশহর দুর্গাপুরে ঘটেছে এমন ঘটনা।

ভিডিওতে দাবি করা হয়েছে, ৭-দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএএমসি টাউনশিপের বি-২ এলাকায় এক ব্যক্তির বাড়ির ব্যালকনি পেরিয়ে গাড়ির গ্যারেজের টিনের চালে উঠে পড়ে ওই গরু। বি২-২৬১/২ নম্বর কোয়ার্টারের বাসিন্দা সায়ন চক্রবর্তী। তার বাড়িতেই ঘটনাটি ঘটেছে।

   

জানা গেছে দরজা খোলা পেয়ে রাস্তা থেকে ব্যালকনি পর্যন্ত সিঁড়ি দিয়ে উঠে যায় গরুটি। এরপর গ্যারেজের টিনের চালে চলে যায়। শেষ পর্যন্ত স্থানীয়রা এবং বাড়ির মালিক কোনওক্রমে গরুটিকে আবার ওই ব্যালকনি দিয়েই নিচে নামিয়ে আনেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন