Monday, December 8, 2025
HomeWest BengalCovid 19: আজব করোনা নমুনা পরীক্ষায় বাড়ে, কমালে কমে

Covid 19: আজব করোনা নমুনা পরীক্ষায় বাড়ে, কমালে কমে

- Advertisement -

সোমবারের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের দৈনিক সংক্রমণ কমে এসেছিল অনেকটাই। তবে বিতর্ক শুরু হয়েছিল দৈনিক নমুনা পরীক্ষা কম বলেই আক্রান্তের সংখ্যা কম। এতে স্বস্তির খবর কিছুই নেই। তার একদিন পরই বাড়ল দৈনিক সংক্রমণ। তাৎপর্যপূর্ণভাবে নমুনা পরীক্ষার সংখ্যাও আগের দিনের তুলনায় অনেক বেশি।

গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২১,০৯৮ জন। একদিনে নমুনা পরীক্ষার সংখ্যা ৬৫,২১০। দৈনিক পজিটিভিটি রেট সামান্য কমে দাঁড়িয়েছে ৩২.৩৫ শতাংশ।

   

রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত ১৯ জন। মৃত্যুর হার ১.১১ শতাংশ। রাজ্যে সুস্থতার হার ৯৩.২০ শতাংশ।

কলকাতায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬,৫৬৫ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪,০১৬ জন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে যথাক্রমে ৬ ও ৫ জনের।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular