Covid 19: বন্ধ হোক লাখো জমায়েতের গঙ্গাসাগর মেলা, আদালতে চিকিৎসক আর্জি

কমপক্ষে ৩০ লক্ষ জমায়েত হয় প্রতিবছর

করোনা সংক্রমণের বিরাট চেহারা নিয়েছে পশ্চিমবঙ্গ। চলছে বিধিনিষেধ। এই অবস্থায় সোমবার হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে গঙ্গাসাগর মেলা বন্ধ রাখার আর্জি পেশ করলেন চিকিৎসক অভিনন্দন মণ্ডল।

ওই চিকিৎসকের দাবি, রাজ্য সরকারের তরফে জানানো হয়, এই মেলায় বিভিন্ন প্রান্তের মানুষ একত্রিত হয়ে থাকেন। ৩০ লক্ষের বেশি জনসমাগম হয়ে থাকে। ফলে এমন জনসমুদ্রে দূরত্ববিধি-সহ অন্যান্য কোভিড প্রোটোকল মানা সম্ভব নয়। এবারও একই পরিমাণ ভিড় হলে আরও বাড়বে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা। ফলে ভেঙে পড়তে পারে চিকিৎসা পরিষেবা।

   

তাঁর যুক্তি, এই বিপুল পরিমাণ মানুষকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। কারণ লাগাতার পরিষেবা দিতে দিয়ে চিকিৎসকরাও এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ছেন।

অভিনন্দন মণ্ডলের আর্জি, অতিমারীর ভয়াবহতার কথা মাথায় রেখে এবারের মতো গঙ্গাসাগর মেলা বন্ধ রাখা হোক। সম্ভবত আগামী ৫ জানুয়ারি এই জনস্বার্থ মামলার শুনানি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন