শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে হ য ব র ল পরিস্থিতি শাসক দল তৃণমূল কংগ্রেসের। এবার বিরোধী দল বিজেপির মাথায় চাপল নিয়োগ দুর্নীতির গেরো। নদিয়া সহ রাজ্যে শোরগোল। অভিযোগ কল্যাণী এইমসে (Kalyani AIMS) প্রভাব খাটিয়ে বেআইনি নিয়োগ হয়েছে। এই অভিযোগে বিজেপির দুই সাংসদ, দুই বিধায়ক সহ মোট ৮ জনের নামে এফআইআর হলো।
অভিযোগ,পরীক্ষা ছাড়াই কেন্দ্রীয় এই সরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন বিজেপি সাংসদ ও বিধায়কের আত্মীয়রা।
কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। এফআইআরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার, নদিয়ার রানাঘাটের সংসদ জগন্নাথ সরকার, চাকদহের বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানার নাম আছে। এছাড়া কল্যাণী এইমসের ডিরেক্টর রামজি সিংয়ের নাম রয়েছে নিয়োগ দুর্নীতির এফআইআরে।
সূত্রের খবর, কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতির অভিযোগে নদিয়া জেলা বিজেপিতে তথৈবচ অবস্থা। সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন দলের একাংশ কর্মী। অভিযোগ, নিয়োগ নীতি না মেনে আত্মীয়দের চাকরি দেওয়ায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ ও এ রাজ্যের বিজেপি বিধায়করা।
এই দুর্নীতির বিষয়ে আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ই-মেলে সব জানান কল্যাণীর এক বিজেপি কর্মী।