ফের করোনা ছড়াচ্ছে জেলায়, মেদিনীপুরে সতর্কতা

Corona is spreading again in Paschim Medinipur district

বছর শেষে করোনা ভয়। নতুন বছর শুরু সতর্কতায়। সাম্প্রতিক সংক্রমণ কলকাতা থেকে জেলায় ছড়াতে শুরু করছে বলেই মনে করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলাতেও দু’জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। ফলে জেলা প্রশাসন বা স্বাস্থ্য দফতর মোটেই বিষয়টি হাল্কাভাবে নিচ্ছে না।

Advertisements

আরও পড়ুন : Covid 19 in India: আগামী ৪০ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষজ্ঞদের শঙ্কা– জানুয়ারিতে নয়া করোনা ঢেউ

   

নতুন বছরে করোনা কতটা বড় আকার নেবে সেটা নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগে। পশ্চিম মেদিনীপুর জেলায় কোন কোন হাসপাতালে কোভিড ওয়ার্ড রয়েছে, চিকিৎসা পরিকাঠামোর অবস্থাই বা কী সব দিক খতিয়ে দেখা হয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজেও তাই তৈরি করা হয়েছে কোভিড ওয়ার্ড। যেখানে ৩৫ জনেরও বেশি আক্রান্তকে চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে।

পশ্চিম মেদিনীপুরের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী বলেন, ‘জেলায় এখনও পর্যন্ত দু’জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। তবে যাতে সংক্রমণ না ছড়ায় তার জন্য সব ধরণের পদক্ষেপ করা হচ্ছে। মেডিকেল কলেজে কোভিড ওয়ার্ডও তৈরি। যেখানে আক্রান্তদের রেখে চিকিৎসা করা যাবে।

আরও পড়ুন: Covid19: কলকাতায় ঢুকল করোনার BF.7 ভ্যারিয়েন্ট?

চিনে করোনার নতুন ভ্যারিয়েন্ট ছড়ানোর পর থেকে বিশ্ব উদ্বেগে। ভারতে ছড়িয়েছে ফের করোনা। বিদেশ থেকে আসা প্রত্যেকের পরীক্ষা হচ্ছে। কলকাতা সহ । রাজ্যের বিভিন্ন এলাকাতেও মাঝে মধ্যেই করোনা আক্রান্তের সন্ধান মিলছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements