Coochbehar: ঘুমপাড়ানি গুলিতে ঘুমোল চিতা, বাব্বা বাঁচলাম বলছেন এলাকাবাসী

সকালে হাজির হয়েছিল মামা। শীতের সকালে মামার ঘোরাঘুরি দেখে চমকে ছাব্বিস কোচবিহারের (Coochbehar) কলাবাগান বাসিন্দারা। একটা বিরাট চিতা ঘুরছে বাড়ির আনাচে কানাচে। সে এক কান্ড। হই হই ব্যাপার। সেই চিতা ঢুকে পড়ে কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ডের কলাবাগানের বাসিন্দা মনোজ সরকারের বাড়িতে।

Advertisements

আর সকালে চিতা হানার খবরে রাজ্যবাসী চমকে যান। তারপর শুরু হয় চিতা-মানুষে টানাটানি পর্ব। ভয় পেয়ে চিতা যে কোনও সময় হামলা করতে পারে এমন আশঙ্কায় কলাবাগান সংলগ্ন এলাকায় জারি হয় ১৪৪ ধারা। চিতা ঢোকে একটি বাড়ির ভিতরে। দাঁত খিঁচিয়ে গরগর করছিল।

জেলা বনদফতর ও পুলিশ আসার পর তাতে খাঁচা বন্দি করার চেষ্টা শুরু হয়। বন্দুকে ঘুম পাড়ানি গুলি ভরে তৈরি হন বন্দুকবাজ। বাগে পেয়েই চিতাকে গুলি করা হয়। আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে চিতা। কলাবাগানে নেমে আসে স্বস্তির হাওয়া।

Advertisements

ঘুমিয়ে পড়া চিতা কে খা়ঁচা বন্দি করে জলদাপাড়া অভয়ারণ্যে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। সম্প্রতি শিলিগুড়িতেও একটি বাড়িতে ঢুকেছিল চিতা।