কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গের নানা জেলায় সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার আয়োজন করে থাকে বাংলা আকাদেমি। মাঝে কিছুদিন বন্ধ থাকার পর গত বছর থেকে ফের চালু হয়েছে। মেলার আনুষ্ঠানিক শিরোনাম ‘উত্তরের হাওয়া’। গতবার হয়েছিল জলপাইগুড়ি শহরে। এবার অনুষ্ঠিত হচ্ছে কোচবিহারের (Coochbehar) আচার্য ব্রজেন্দ্রনাথ শীল কলেজে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় ১ মার্চ।
উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি ব্রাত্য বসু, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ প্রমুখ। কলকাতা থেকে গিয়ে যোগ দিয়েছেন আকাদেমির সদস্যরা। সুধাংশুশেখর দে, ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, প্রচেত গুপ্ত, শ্রীজাত প্রমুখ।
উত্তরবঙ্গের বিভিন্ন পত্রপত্রিকার স্টল রয়েছে মেলা জুড়ে। কোনও পত্রিকা এই মেলাকে কেন্দ্র করে প্রকাশ করেছে বিশেষ সংখ্যা। নানা জেলা থেকে আমন্ত্রণ জানানো হয়েছে সাহিত্যিকদের। মেলার মঞ্চে প্রতিদিন অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন আলোচনাচক্র। কবিতা-গল্পপাঠ থাকছে প্রতিদিন।
তিনদিনের সাহিত্য উৎসবের শেষ দিন আজ। আজও মেলার মাঠে ভিড় করেছেন অনেক পাঠক। এই মেলাকে কেন্দ্র করে উত্তরের সাহিত্যচর্চা জমে উঠেছে বলেই মনে করছে অনেকে। মেলায় যোগ দিয়ে খুশি উত্তরবঙ্গের বিভিন্ন পত্রিকার সম্পাদকরা।