কোচবিহারে একের পর এক বিজেপির পঞ্চায়েতে তালা

কোচবিহারে আবারও বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে তালা। এবার তালা ঝুলল নাটাবাড়ি ১ নম্বর পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের ঘরে। মাথাভাঙার লতা গ্রাম পঞ্চায়েতেও তালা। এ নিয়ে…

কোচবিহারে আবারও বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে তালা। এবার তালা ঝুলল নাটাবাড়ি ১ নম্বর পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের ঘরে। মাথাভাঙার লতা গ্রাম পঞ্চায়েতেও তালা। এ নিয়ে তরজা তুঙ্গে।

কোচবিহার লোকসভা কেন্দ্র। এবার এই আসন ধরে রাখতে পারেননি নিশীথ প্রামাণিক। বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। তারপর থেকে একের পর এক বিজেপির গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। একাধিক পঞ্চায়েত অফিসে ঝোলানো হয়েছে তালাও।

   

নাটাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত। শুক্রবার এই পঞ্চায়েতের বিজেপির প্রধান এবং উপপ্রধানের ঘরে তালা তুলে ঝুলিয়ে দেওয়া হয়। বিজেপির অভিযোগ, লোকসভা ভোটের পর তাঁদের হেনস্থা করতেই পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের ঘরে তালা ঝুলিয়েছে তৃণমূল। মানতে নারাজ তৃণমূল। মাথাভাঙা দুই নম্বর ব্লকেও বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে তালা। রুইডাঙার পর এবার লতাপতা গ্রাম পঞ্চায়তে। এখানেও বিজেপির অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। তৃণমূল অভিযোগ উড়িয়ে দিয়েছে।

এর আগেও কোচবিহারে বিজেপি পরিচালিত একাধিক পঞ্চায়েতে তালা ঝোলানো হয়। যেমন ভেটাগুড়িতে। বিজেপির পরাজিত প্রার্থী তথা সদ্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের খাসতালুক। তিনি হারতেই ভেটাগুড়িতে বিজেপি পরিচালিত দুই পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয় তৃণমূল। এরপর, ভেটাগুড়ি এক এবং দুই পঞ্চায়েতের দখলও নিয়ে নেয় তৃণমূল
একে একে মাতালহাট, বলরামপুর ২, পারাডুবি গ্রাম পঞ্চায়েত পদ্মের থেকে ছিনিয়ে নিয়েছে ঘাসফুল।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ময়দানে নামেন নিশীথ। বিজেপি পরিচালিত একাধিক পঞ্চায়েত অফিসে যান। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান। অন্দরান ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত। গত মঙ্গলবার বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতেও তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতি রাভার উদ্যোগে তালা খোলা হয়।