নিখোঁজ নন মুকুল রায় (Mukul Roy) তিনি আচমকা দিল্লিতে চলে গেছেন। তাৎপর্যপূর্ণ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে তৃণমূলে সরকার পড়ে যাবে এমন বার্তা দেওয়ার পরই মুকুল রায়ের দিল্লি গমন ঘিরে তীব্র রাজনৈতিক জল্পনা। এদিকে গুঞ্জন আরও তীব্র, মুকুল রায় একটি লাল রঙের ফাইল নিয়ে দিল্লি গিয়েছেন। তিনি কী কারণে আচমকা রাজধানীতে গেলেন তা নিয়ে শোরগোল।
মুকুল পুত্র শুভ্রাংশু রায় অবশ্য তাঁর পিতা নিখোঁজ বলে এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, বাবা অসুস্থ। তাঁর পক্ষে একলা কোথাও যাওয়া সম্ভব নয়। তবে দিল্লিতে মুকুল রায় কেন সে বিষয়ে তিনি কিছু বলেননি।
#MukulRoy’s son holds a news conference, says his father has dementia & is unwell.
Claims, politics being played to malign #AbhishekBanerjee who is leading the #TMC.
Adds, monetary transaction behind the Delhi trip. #MukulRoy’s phone remains switched off. pic.twitter.com/IpqSRMAfVA
— Sreyashi Dey (@SreyashiDey) April 18, 2023
কৃষ্ণনগরের বিজেপি বিধায়ক মুকুল রায় গেরুয়া শিবির ছেড়ে ফের তৃ়ণমূল কংগ্রেসে যোগ দেন। তবে গত বিধানসভার আগে তিনি তৃ়নমূল ছেড়ে বিজেপিতে গেছিলেন। পরে তৃ়ণমূলে ফিরে এসে তিনি বলেছিলেন, ভারতীয় জনতা পার্টি মানেই তৃ়ণমূল কংগ্রেস।
মুকুল রায় সম্প্রতি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন। তাঁর প্রসঙ্গে বিজেপি সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ৬ মাসের মধ্যে ওর কোন খবর আছে। উনিতো একজন এমএলএ আছেন। বাংলার রাজনীতিতে খুব বড় ব্যক্তিত্ব উনি।