Durgapur: কূটনৈতিক সংঘাতের মাঝেই দুর্গাপুর উৎসবে বাংলাদেশের পতাকা! চরম বিতর্ক

চিন্মকৃষ্ণ দাস নামে এক বাংলাদেশি সন্ন্যাসীকে তার নিজের দেশে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারের পর থেকে বিক্ষোভ ঘিরে ভারত-বাংলাদেশ কূটনৈতিক সংঘাত তীব্র। আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলায় জড়িত…

চিন্মকৃষ্ণ দাস নামে এক বাংলাদেশি সন্ন্যাসীকে তার নিজের দেশে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারের পর থেকে বিক্ষোভ ঘিরে ভারত-বাংলাদেশ কূটনৈতিক সংঘাত তীব্র। আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলায় জড়িত হিন্দুত্ববাদীরা। পশ্চিমবঙ্গেও চলছে বিক্ষোভ। এই পরিস্থিতিতে বিতর্কে জড়াল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর উৎসব (Durgapur) কর্তৃপক্ষ। অভিযোগ, এই মেলায় (Durgapur Festival) বাংলাদেশের পতাকা দিয়ে একটি ব্যানার দেখা গেছে। 

দুর্গাপুর উৎসবে বাংলাদেশের পতাকা (Controversy over Bangladesh flag at Durgapur festival )

   

শিল্প শহর দুর্গাপুরে যে দুর্গাপুর উৎসব চলছে সেখানে  বাংলাদেশের জাতীয় পতাকা আঁকা ব্যানার দেওয়া একটি কাপড়ের স্টল থেকে বিতর্ক শুরু। উৎসব কমিটির দাবি, বিতর্ক এড়াতে বাংলাদেশের পতাকা খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 

দুর্গাপুরের রাজীব গান্ধী ময়দানে চলছে দুর্গাপুর উৎসব। এই মেলার কাপড়ের স্টলে ঢাকাই জামদানি, রাজশাহী সিল্ক, তাঁত সহ নানা শাড়ি রয়েছে। মেলায় আসা অনেকের সেই স্টলেখা বাংলাদেশের পতাকাসহ ব্যানার নজরে পড়তেই শুরু হয় বিতর্ক। এরপরেই জলদি সেই ব্যানার নামিয়ে দেন দোকানদার শামসুর রহমান শেখ।

ঢাকাই জামদানির চাহিদা থাকায় স্টলে বাংলাদেশের পতাকা (Controversy over Bangladesh flag at Durgapur festival )

স্টলের ব্যবসায়ী বলেছেন, আমার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে বাড়ি। আধার কার্ড, প্যান কার্ড সব আছে। বাংলাদেশ থেকে শাড়ি এনে দুপয়সা রোজকারের জন্য মেলায় আসি। বিক্রি বেশি হবে ভেবে বাংলাদেশের পতাকা আঁকা ব্যানার লাগিয়েছিলাম। আপত্তি আসায় সেটি খুলে দিয়েছি।

তবে পশ্চিম বর্ধমান জেলা বিজেপির দাবি,তৃণমূল পরিচালিত দুর্গাপুর উৎসবে মেলা কমিটির মদত ছাড়া এ কাজ কেউ করতে পারে না। আর জেলা তৃণমূলের দাবি,চক্রান্ত করে বাংলাদেশের জাতীয় পতাকা লাগিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া দরকার।

The Durgapur festival is underway at the Rajiv Gandhi Maidan in Durgapur. The cloth stalls of this fair have various sarees including Dhakai Jamdani, Rajshahi silk, and handloom. The controversy started as soon as many visitors to the fair noticed the banners with the Bangladesh flag on the stalls.