Bagda: ‘পছন্দের’ মহিলা কংগ্রেস প্রার্থীকে হুমকি পুলিশ-শাসক দলের নেতাদের

CM Race Heats Up in Karnataka as Congress Weighs Two Heavyweights
CM Race Heats Up in Karnataka as Congress Weighs Two Heavyweights

তৃণমূল প্রার্থী পছন্দ নয়। তাই গ্রামের মানুষ একত্রিত হয়ে তাদের পছন্দের মহিলাকে কংগ্রেসের প্রার্থী করেছেন৷ অভিযোগ ওই কংগ্রেস প্রার্থীকে মনোনয়ন তুলে নিয়ে ভোট থেকে সরে দাঁড়াতে হুমকি পুলিশ ও তৃণমূল নেতাদের।

কংগ্রেস প্রার্থীকে মনোনয়নপত্র তুলে নেওয়ার ও সরে দাঁড়ানো জন্য হুমকি৷ প্রার্থীর অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও পুলিশের বিরুদ্ধে৷

   

অভিযোগ গ্রামের একাধিক কর্মীকে ভয় দেখাচ্ছে পুলিশ৷ গভীর রাতে পুলিশ এসে গ্রামে ঘুরছে এবং এলাকার তৃণমূল কর্মীরা চাপ দিচ্ছে৷ আতঙ্কের মধ্যে আছেন তারা৷ এটি বাগদা থানার আশারু গ্রাম পঞ্চায়েতের পাটকেল পোতা গ্রামের ২৭ নম্বর বুথের ঘটনা৷ প্রার্থীর নাম শাবনাজ মন্ডল৷ তিনি এবার কংগ্রেসের হাত চিহ্ন প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন৷ তীব্র আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা।

কংগ্রেস প্রার্থী ও তার পরিবার আজই বনগাঁ মহাকুমা নির্বাচন আধিকারিকের কাছে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন ওই প্রার্থী ও তার প্রতিবেশীরা৷

ওই গ্রামে তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন তাকে পছন্দ না গ্রামের বেশিরভাগ তৃণমূল কর্মীর৷ সেই কারণেই গ্রামের মানুষ সিদ্ধান্ত নিয়ে কংগ্রেস থেকে প্রার্থী করেছে শাবনাজ মন্ডলকে ।
তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি হায়দার শেখের অভিযোগ, ‘ তারা তৃণমূল করেন কিন্তু গ্রামের বেশিরভাগ সমর্থক এখন কংগ্রেস প্রার্থীর সঙ্গে রয়েছে৷ সেই কারণে তাকে পুলিশ দিয়ে হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখাচ্ছে তৃণমূল নেতরা।

তারা আরো অভিযোগ করে যে, পুলিশ তাদের বাড়িতে এসে মামলা দেওয়ার হুমকি দিচ্ছে৷ তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন