তৃণমূলের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বুথেই হার তৃণমূলের। সেচ প্রতিমন্ত্রীর বুথে জয়ী কংগ্রেস। তৃণমূলকে ১১০ ভোটে হারালো কংগ্রেস। মালদার মোথাবাড়িতে বিশাল ধাক্কা শাসক দলের।
পঞ্চায়েত ভোটের দিন থেকেই উত্তপ্ত ছিল গোটা মালদা। একের পর এক ব্যালট চুরি, ছাপ্পা ভোটের ঘটনা সামনে এসেছে। গণনার আগের রাতে অর্থাৎ ১০ জুলাই স্ট্রং রুমের সামনে সাবিনা ইয়াসমিনের গাড়ি দেখতে পাওয়া গিয়েছিল। এই নিয়ে তীব্র শোরগোল পড়েছিল গোটা এলাকাজুড়ে।
বিরোধীদের দাবি ব্যালট বক্স চুরি করার উদ্দেশ্যেই সাবিনা ইয়াসমিন স্ট্রং রুমের সামনে গিয়েছিল। তবে শেষ রক্ষার হলো না অবশেষে মোথাবাড়ি দখল হল কংগ্রেসের হাতেই। কংগ্রেসের এই জয়ে বিশাল ধাক্কা শাসক দল শিবিরে।