মাস খানেকেও কাটেনি, তার মধ্যেই বাম শরিক ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে বদলার সুযোগ কাজে লাগাতে মরিয়া কংগ্রেস। আসন্ন চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে বাগদায় বামফ্রন্টের প্রার্থী ফরওয়ার্ড ব্লকের গৌরদীপ্ত বিশ্বাস। আসন সমঝোতার রেওয়াজ মেনে গৌরকেই সমর্থন করার কথা হাত শিবিরের। কিন্তু, এই কেন্দ্রে বাম শরিকরে এই প্রার্থীকে সমর্থন করছে না কংগ্রেস। উল্টে ফরওয়ার্ড ব্লক প্রার্থীর বিরোধীতা করে বাগদায় প্রার্থী দেওয়ার কথা জানিয়ে দিল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ফলে উপনির্বাচনে প্রশ্নের মুখে বাম-কংগ্রেস সার্বিক সমঝোতা।
শনিবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফে একটি বিবৃতিতে বলা হয়, ১০ জুলাই রাজ্যের চারটি বিধানসভা আসনের উপনির্বাচনের মধ্যে দু’টিতে প্রার্থী দেওয়া হবে। এই দুই কেন্দ্র হল- উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এবং উত্তর ২৪ পরগনার বাগদা।
সকাল সকাল সুখবর! ঝেঁপে বৃষ্টি আসছে রাজ্যের এই ৮ জেলায়
হাত শিবিরের যুক্তি, ২০১৬, ২০২১ সালের বিধানসভা ভোটে বাগদা আসন কংগ্রেসকে ছাড়া হয়। বনগাঁ লোকসভা আসনও ২০২৪-এ কংগ্রেস পায়। সেই সূত্র অনুযায়ী, বাগদা আসনটিতে এবারও কংগ্রেসের প্রার্থী দেওয়ার কথা। হাত শিবিরেল প্রশ্ন, তাহলে উপনির্বাচনে জোট ঘোষণার পরও কেন ফ্রন্ট শরিক ফরওয়ার্ড ব্লক বাগদায় প্রার্থী দিল?
সদ্য শেষ হওয়া লোকসভা ভোটে কোচবিহার এবং পুরুলিয়া আসনে কংগ্রেস-ফরওয়ার্ড ব্লকের লড়াই হয়েছিল। যদিও উভয় আসনেই গোহারা হারেন জোটের প্রার্থীরা। কোচবিহারে ফরওয়ার্ড ব্লক ৩০ হাজার এবং কংগ্রেস প্রায় ১১ হাজার ভোট পেয়েছিল। আর পুরুলিয়ায় কংগ্রেস ১ লক্ষ ২৯ হাজার এবং ফরওয়ার্ড ব্লক সাড়ে ১৪ হাজার ভোট পেয়েছে।
শিয়ালদহ শাখায় স্পেশাল টিকিট চেকিং, চলন্ত ট্রেনে শয়ে শয়ে TTE
ভোটের আগে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রকাশ্যে কোচবিহারে প্রার্থী প্রত্যাহারের জন্য কংগ্রেসের কাছে অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু কংগ্রেস তা মানেনি। এ বার কী হবে বাগদায়? বিমান বা অন্য কোনও বামনেতা কি তাঁদের শরিক ফরওয়ার্ড ব্লকের কাছে অনুরোধ করবেন বাগদা আসনটি কংগ্রেসকে ছেড়ে দেওয়ার জন্য? নাকি ‘কোচবিহার মডেলে’ কংগ্রেসকে অনুরোধ করা হবে আসনটি ছেড়ে দিতে? নাকি লোকসভা ভোটের মতোই জোটসঙ্গীদের লড়াই হবে বাগদায়?