বিধানসভা ২০২৬: জোট ভুলে একলা লড়বে কংগ্রেস!

কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বড়সড় কৌশলগত পরিবর্তনের পথে হাঁটতে পারে কংগ্রেস। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বাম দলগুলির সঙ্গে জোট না করে এককভাবে লড়াই…

কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বড়সড় কৌশলগত পরিবর্তনের পথে হাঁটতে পারে কংগ্রেস। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বাম দলগুলির সঙ্গে জোট না করে এককভাবে লড়াই করার দিকেই ঝুঁকছে হাত শিবির, এমনই ইঙ্গিত মিলছে দলীয় সূত্রে।

Advertisements

কংগ্রেস সূত্রের দাবি, এখনও পর্যন্ত বাম দলগুলির সঙ্গে কোনও জোট আলোচনা শুরুই হয়নি। বরং রাজ্য কংগ্রেসের একাংশের নেতারা জোর দিয়ে বলছেন, দীর্ঘদিন ধরে জোট রাজনীতির ফলে বাংলায় দলের সংগঠন ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। তাঁদের মতে, বারবার জোটে লড়াই করার কারণে বহু এলাকায় কংগ্রেস কার্যত হারিয়ে গিয়েছে।

   

সূত্র আরও জানাচ্ছে, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যখন পুরোদমে নির্বাচনী প্রচারে নেমে পড়েছে, তখনও কংগ্রেসের অবস্থান নিয়ে স্পষ্ট কোনও বার্তা নেই। তবে দলের অন্দরমহলে জল্পনা, শেষ পর্যন্ত কংগ্রেস একলাই বিধানসভা নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিতে পারে।

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (ISF) জোটের ফল ছিল অত্যন্ত হতাশাজনক। ওই জোট মাত্র একটি আসনে জয় পায়। সেই নির্বাচনে বিজেপি রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসে, যেখানে একসময় বাম ও কংগ্রেসই ছিল রাজনীতির কেন্দ্রে।

কংগ্রেসের একাংশ নেতার মত, জোটে থাকলে দল আর বাড়তে পারবে না। বরং যেসব এলাকায় দীর্ঘদিন কংগ্রেস প্রার্থী দেয়নি, সেখানে দল পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই আসন্ন বিধানসভা নির্বাচন—যা সম্ভাব্যভাবে মার্চ-এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে পারে—কে কাজে লাগিয়ে গোটা রাজ্যে সংগঠন মজবুত করার পক্ষে সওয়াল করছেন তাঁরা।

এদিকে কেরালাতেও চলতি বছরের প্রথমার্ধে বিধানসভা নির্বাচন রয়েছে। সেখানে ক্ষমতার লড়াই মূলত বাম জোট এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের মধ্যে। বাংলায় বামেদের সঙ্গে জোট করে লড়া এবং কেরালায় বামেদের বিরুদ্ধে লড়াই করা নিয়ে অতীতেও বিজেপি কংগ্রেসকে কটাক্ষ করেছে।

এরই মধ্যে চলতি মাসে কংগ্রেস পশ্চিমবঙ্গের জন্য স্ক্রিনিং কমিটির চেয়ারম্যান হিসেবে বর্ষীয়ান নেতা বি কে হরিপ্রসাদকে নিয়োগ করেছে। দলীয় সূত্রে দাবি, এটিও ইঙ্গিত দিচ্ছে যে কংগ্রেস নিজস্ব কৌশল ও প্রার্থী বাছাইয়ে জোর দিচ্ছে।

রাজ্যে রাজনৈতিক উত্তাপও ক্রমশ বাড়ছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision) এবং আই-প্যাক কার্যালয়ে ইডি হানার ঘটনা নিয়ে বিজেপি ও শাসক তৃণমূল কংগ্রেসের মধ্যে তীব্র তরজা চলছে।

সব মিলিয়ে, আগামী কয়েক দিনের মধ্যেই পশ্চিমবঙ্গে নির্বাচনী কৌশল নিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গিয়েছে। সেই সিদ্ধান্তই ঠিক করবে, ২০২৬-এর বিধানসভা ভোটে জোট না একলা, কোন পথে হাঁটবে হাত শিবির।

Advertisements