বাম-কংগ্রেস জোট বিধায়ক বাইরন বিশ্বাস তৃণমূলে যোগ দিলেন

সাগরদিঘি (Sagardighi) এফেক্ট শেষ! বিধানসভার একমাত্র কংগ্রেস বিধায়ক ও বাম-কংগ্রেস জোটের নেতা বাইরন বিশ্বাস (Byron Biswas) জোগ দিলেন তৃণমূলে। জোটপন্থী বাম-কংগ্রেস নেতাদের ‘দাগা’ দিয়ে বাইরন…

bairan biswas congress to TMC

সাগরদিঘি (Sagardighi) এফেক্ট শেষ! বিধানসভার একমাত্র কংগ্রেস বিধায়ক ও বাম-কংগ্রেস জোটের নেতা বাইরন বিশ্বাস (Byron Biswas) জোগ দিলেন তৃণমূলে।

জোটপন্থী বাম-কংগ্রেস নেতাদের ‘দাগা’ দিয়ে বাইরন বিশ্বাসের তৃণমূলে যোগদান প্রবল আলোড়ন ফেলেছে। মুর্শিদাবাদের সাগরদিঘি আসন ফের তৃণমূল কব্জায়।সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বাইরন বিশ্বাস তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।

   

সাগরদিঘি উপির্বাচনে বাম-কংগ্রেস জোটের কাছে চূড়ান্ত পরাজয় হয়েছিল তৃ়নমূল কংগ্রেসের। জয়ের তিন মাসের মধ্যেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে সামিল হলেন বাইরন বিশ্বাস।

দরজা খোলা আছে সাগরদিঘি থেকে বলেছিলেন তৃ়ণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, চাইলে মুখ্যমন্ত্রীর সাথে এলাকার উন্নয়ন নিয়ে কথা বলতে পারেন বিধায়ক। এর পরেই গুঞ্জন উঠছিল বাইরন বিশ্বাস কংগ্রেস ত্যাগ করতে পারেন। তিনি দলত্যাগ করলেন।

সাগরদিঘি উপনির্বাচনে বাম ও কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে বাইরনের জয়ের পর তৃ়নমূল কংগ্রেস নেত্রী মমতার রোষে পড়েন মুর্শিদাবাদের টিএমসি নেতারা। অন্যদিকে বাম-কংগ্রেস জোটের ফলাফল নিয়ে আলোচনা তীব্র হয়।এদিন বাইরন বিশ্বাসের তৃ়ণমূলে যোগ সেই জল্পনায় জল ঢেলে দিয়েছে।

জোটের বিধায়ক থাকাকালীন বাইরন বিশ্বাস রাজ্য সরকারের বিরুদ্ধে বিধায়ক হিসেবে নিজের নিরাপত্তা নিয়ে ক্ষোভ দেখিয়েছিলেন। নিরাপত্তা দিচ্ছে না রাজ্য এমন অভিযোগ তুলে কেন্দ্রীয় নিরাপত্তার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এবার বাইরন খোদ তৃ়ণমূলে সামিল।