HomeWest BengalPanchayat Election: জেল হেফাজত থেকেই জেলা পরিষদে জিতল কংগ্রেস প্রার্থী

Panchayat Election: জেল হেফাজত থেকেই জেলা পরিষদে জিতল কংগ্রেস প্রার্থী

- Advertisement -

ভোটের ( Panchayat Election) দিন তৃণমূলের সঙ্গে গণ্ডগোলের জন্য গ্রেফতার হয়েছিলেন কংগ্রেস প্রার্থী আনারুল হক ওরফে বিপ্লব। জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ভোটের ফলাফল ঘোষণা হতেই দেখা গেল জয়ী তিনি। শাসকদলকে হারিয়ে জয়ী হয়েছে বিপ্লব।

উল্লেখ্য, ২০১৮ সালে তৃণমূলের হয়ে জেলা পরিষদের টিকিটে দাঁড়িয়ে জয়ী হন আনারুল। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন তিনি। ২০২৩ পঞ্চায়েত ভোটের টিকিট না পেয়ে তৃণমূল ছাড়েন। যোগ দেন কংগ্রেসে। প্রার্থীও হয়ে জয় পান তিনি।

   

কংগ্রেসের দাবি, তৃণমূল ছাড়তেই আনারুলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে শাসকদল। পুরনো মামলার নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ। এমনকি স্থানীয় কংগ্রেস নেতা গুলিবিদ্ধ হওয়ায় সেই দায়ও পড়ে আনারুলের উপর। বর্তমানে জেলে রয়েছেন আনারুল হক।

জয়ী প্রসঙ্গে প্রতিক্রিয়ায় জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, “শাসকের হার নিশ্চিত বুঝতে পেরেই মিথ্যা অভিযোগে বিপ্লবকে গ্রেফতার করানো হয়েছিল। ভোটের ফল বুঝিয়ে দিল শাসকের সন্ত্রাসের চেয়ে জনতার রায় অনেক বেশি শক্তিশালী।’

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular