আর হল না, বহরমপুরে ধরাশায়ী অধীর চৌধুরী। ১৯৯৯ থেকে ২০২৪ পর্যন্ত টানা সাংসদ থাকার পর রাজনীতির ময়দানে নবাগত ইউসুফ পাঠানের কাছে হেরে গেলেন পোড়খাওয়া এই রাজনীতিক। ৮০ হাজারের সামান্য কিছু কম ভোটে পরাজিক হয়েছেন কংগ্রেসের এই শীর্ষ নেতা।
অধীরের জন্য যে এবারের লোকসভা ভোট কঠিন হতে চলেছে, তার ইঙ্গিত মিলেছিল গত ১০ মার্চ। ওই দিন ব্রিগেড সমাবেশ থেকে বহরমপুরে প্রার্থী হিসাবে ক্রিকেটার ইউসুফের নাম ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে অধীর, তৃণমূলকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, বহরমপুরে তাঁর বিরুদ্ধে প্রার্থী হোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই চ্যালেঞ্জের জবাব দিতেই মোক্ষম ‘চাল’ দেন অভিষেক। আর তাতেই বহরমপুরে বাজিমাত করল জোড়া-ফুল।
কেন এই হার? পরাজয় মেনে নিয়ে অধীর চৌধুরী বলেছেন, ‘আমি মেনে নিচ্ছি হেরে গিয়েছি। ইউসুফ পাঠানকে অভিনন্দন। হারের কারণ পুরোপুরি পর্যালোচনা করিনি। তবে বহরমপুর কেন্দ্রে ভোট মেরুকরুন হয়েছে। বিজেপি বেশি ভোট পাওয়ায় বিপদ হয়েছে। আমরা চেষ্টা করেছিলাম, হয়নি। আগে জিতে বসেছিলাম, আজ হেরে বসে থাকবো। জয় নিয়ে খুশি ছিলাম, হার নিয়েও খুশি থাকবো।’