বুধবার সাগর থেকে পাহাড় অবধি ভারত জড়ো যাত্রা (Bharat Jodo Yatra) শুরু করল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। রাজ্যজুড়ে যাত্রার নেতৃত্ব দেবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যজুড়ে ভারত জড়ো যাত্রায় বামেদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি৷ শুধুমাত্র বাম নয়, সংকীর্ণতা সরিয়ে সমস্ত দলকে আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার সকাল থেকে শুরু হয়েছে এই যাত্রা। ২৩ জানুয়ারি কার্শিয়াংয়ে শেষ হবে পদযাত্রা। গোটা যাত্রাপথে উপস্থিত থাকবেন ৩০ জন যাত্রী। এই যাত্রায় বামেদের পাশে চেয়ে বিমান বসুর সঙ্গে কথা বলেছেন প্রদীপ ভট্টাচার্য৷ বিমান বসুর পাশাপাশি, মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীদের পাশে চাইছেন কংগ্রেস নেতারা।
তবে কী তৃণমূলকে পাশে চাইছে না কংগ্রেস? এবিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, রাহুল গান্ধীর ভারত জড়ো যাত্রায় তৃণমূলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তারা থাকেনি। তবে রাজ্য রাজনীতির কথা মাথায় রেখে তৃণমূলকে আমন্ত্রণ জানাবে না কংগ্রেস। বাকি সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে৷ সংকীর্ণতাকে প্রশয় না দিয়ে সকলকে একযোগে আসার আহ্বান অধীরের।
এর আগে একাধিক নির্বাচনে একে অপরের সঙ্গে জোট করে নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাম ও কংগ্রেস। পরে পুরসভা ও উপনির্বাচনে জোট না করলেও সমঝোতার রাস্তায় হেঁটেছিল উভয় পক্ষ৷ এখন আবার সাগর থেকে পাহাড় যাত্রায় বামেদের পাশে চেয়ে বিশেষ বার্তা দিতে চাইল কংগ্রেস।