কলকাতা: ডিসেম্বরের শেষ লগ্নে এসে যেন শীত তার শেষ দাপট দেখাচ্ছে পশ্চিমবঙ্গে। প্রতিদিনই ভাঙছে আগের দিনের রেকর্ড। শনিবার কলকাতা সহ রাজ্যের বিস্তীর্ণ অংশে কনকনে ঠান্ডার (weather forecast) দাপটে কার্যত জবুথবু সাধারণ মানুষ। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শনিবারই চলতি মরশুমের শীতলতম দিনের সাক্ষী থেকেছে মহানগর কলকাতা। শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় বেশ কয়েক ডিগ্রি কম।
দক্ষিণবঙ্গের পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের প্রভাব আরও তীব্র হয়েছে। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের মতো জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে। কোনও কোনও জায়গায় পারদ ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার খবর মিলেছে। ভোরের দিকে ঠান্ডা হাওয়ার সঙ্গে ঘন কুয়াশা মিলিয়ে শীতের অনুভূতি আরও বাড়িয়ে তুলেছে।
তবে এই হাড়কাঁপানো শীত খুব বেশি দিন স্থায়ী হবে না বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের মতে, নতুন বছরের শুরুতেই শীতের দাপটে সাময়িক বিরতি পড়তে চলেছে। পরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়ার জোর কমবে এবং তার ফলেই ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা। ১ জানুয়ারির মধ্যেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে পৌঁছাতে পারে।
বর্তমানে জম্মু-কাশ্মীর এলাকায় একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। পাশাপাশি উত্তর-পশ্চিম ভারতে আগামী ৩০ ডিসেম্বর নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের সম্ভাবনা রয়েছে। এই দুটি ঝঞ্ঝার সম্মিলিত প্রভাবে উত্তর ভারতের পাশাপাশি পূর্ব ভারতেও আবহাওয়ার পরিবর্তন ঘটবে। এর প্রভাবেই বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় ঠান্ডা হাওয়ার গতি কমে দক্ষিণবঙ্গে পারদ চড়তে শুরু করবে।
তবে আগামী সোমবার পর্যন্ত রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট বজায় থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। উপকূলবর্তী জেলা যেমন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনায় রাতের তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঘন কুয়াশার সমস্যা। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। খুব সকালে দৃশ্যমানতা অনেক জায়গায় ২০০ মিটারের নিচে নেমে যেতে পারে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটবে এবং আকাশ পরিষ্কার হবে।
দার্জিলিং সহ পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি এবং মালদহ ও সংলগ্ন নীচের দিকের জেলাগুলিতে ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।
আপাতত গোটা রাজ্যেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৫৪ থেকে ৮৮ শতাংশের মধ্যে। সব মিলিয়ে বছরের শেষ কয়েকদিন শীতের দাপট থাকলেও, নতুন বছরের শুরুতেই ধীরে ধীরে সেই দাপট কমবে বলেই ইঙ্গিত মিলছে।


