Coal Scam: সিবিআই তল্লাশি শেষে মন্ত্রী মলয় ঘটককে ইডি তলব

মন্ত্রীর গ্রেফতারির সম্ভাবনা বাড়ছে। তৃণমূলে চাপা আতঙ্ক

কয়লা পাচার (Coal Scam) মামলায় মন্ত্রী মলয় ঘটকের ৬ টি বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই (CBI)। প্রায় সাড়ে ৮ ঘন্টা চলে জিজ্ঞাসাবাদ। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ শেষ হতেই ইডির তলব। আগামী ১৪ তারিখ তাঁকে দিল্লিতে সদর দফতরে তলব করল (ED) ইডি।

বুধবার সকাল থেকে আইনমন্ত্রী আবাসনে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। টানা আট ঘন্টা ধরে চলে তল্লাশি। তল্লাশি শেষে এক গাল হেসে মন্ত্রী জানালেন, বিচারাধীন বিষয়। কোনও মন্তব্য করব না।

   

Coal Scam: সিবিআই তল্লাশি শেষে মন্ত্রী মলয় ঘটককে ইডি তলব

উল্লেখ্য, বুধবার মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হানা সিবিআইয়ের৷ আসানসোলে মন্ত্রীর বাড়ির একাধিক জায়গায় চলে জিজ্ঞাসাবাদ। শুধু মন্ত্রীর বাড়িতেই নয়, পাশাপাশি তাঁর চাটার্ড অ্যাকাউন্টেন্ডেন্ট প্রতীক দিওয়ানের বাড়ি আলিপুরেও অভিযান সিবিআই। আসানসোল ও কলকাতা মিলিয়ে মোট সাত জায়গায় অভিযান করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Coal Scam: সিবিআই তল্লাশি শেষে মন্ত্রী মলয় ঘটককে ইডি তলব

সিবিআই সূত্রে খবর, কয়লা পাচার মামলায় এর আগে একাধিক জনকে গ্রেফতার করে জেল হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পায় সিবিআই৷ সেই সমস্ত তথ্যকে সামনে রেখেই আজ আসানসোল জুড়ে বিরাট অভিযান করে সিবিআই৷

আসানসোলে মলয় ঘটক, তাঁর ভাই ও আত্মীয়দের বাড়ি চিহ্নিত করে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। ফলত ইডি ও সিবিআইয়ের জোড়া চাপে মন্ত্রী মলয় ঘটক। বাড়ছে গ্রেফতারির সম্ভাবনা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন