Coal Scam: প্রিয় জামাইবাবু মলয় ঘটকের ‘দুর্দিনে’ ছুটে এলেন শ্যালিকা, দুয়ারে লাল চোখে সিবিআই!

মন্ত্রীর স্ত্রীকে জেরা করছে সিবিআই

জামাইবাবুর আজ ‘দুর্দিন’! তাই পড়ি কি মরি করে ছুটে এসেছিলেন শ্যালিকা। কিন্তু হায় দুয়ারে লাল চোখে দাঁড়িয়ে সিবিআই (CBI) ও সিআইএসএফ রক্ষীরা। তাদের ঠেলে সরিয়ে ঢুকতে গেলেন আইন মন্ত্রীর শ্যালিকা। পারলেন না। অগত্যা তিনি রণে ভঙ্গ দিলেন। কয়লা পাচার (Coal Scam) তদন্তে মন্ত্রী মলয় ঘটকের (Malay Ghatak) আসানসোলের তিনটি বাড়িতে সিবিআই তল্লাশি চলছে। (Paschim Bardhaman) পশ্চিম বর্ধমান জেনা তৃণমূল কংগ্রেসের (TMC) ভিতর প্রবল উদ্বেগ।

Coal Scam: প্রিয় জামাইবাবু মলয় ঘটকের 'দুর্দিনে' ছুটে এলেন শ্যালিকা, দুয়ারে লাল চোখে সিবিআই!

   

আসানসোলের কোনও বাড়িতেই নেই আইনমন্ত্রী মলয় ঘটক। এদিকে সিবিআই অভিযানের পর পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস নেতারা নীরব। আর সিবিআই অ়ভিযানকে রাজনৈতিক মদতপুষ্ট বলে বিজেপির বিরুদ্ধে সরব দলীয় সমর্থকরা। তারা আসানসোলে বিক্ষোভ শুরু করেছেন।

এদিন সকাল থেকে আসানসোলের আপকার গার্ডেন ও চেলিডাঙায় মন্ত্রী মলয় ঘটকের তিনটি বাড়িতে অভিযান চালায় সিবিআই। কয়লা পাচার তদন্তে মন্ত্রীর ঘরে গুরুত্বপূর্ণ সূত্র মিলবে বলেই সিবিআই মনে করছে। একইসাথে কলকাতাতেও মলয় ঘটকের বাড়িতে চলছে অভিযান। জানা যাচ্ছে মন্ত্রী আছেন বিধায়ক আবাসনে। তিনি কেন সিবিআইকে এড়িয়ে যাচ্ছেন তা নিয়ে বিস্তর জলঘোলা শুরু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় হেভিওয়েট মুখ মলয় ঘটক।

Coal Scam: প্রিয় জামাইবাবু মলয় ঘটকের 'দুর্দিনে' ছুটে এলেন শ্যালিকা, দুয়ারে লাল চোখে সিবিআই!

আসানসোলে মলয় ঘটক, তাঁর ভাই ও আত্মীয়দের বাড়ি চিহ্নিত করে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। কলকাতা থেকে আসানসোলে উপস্থিত হয়েছে বিরাট বাহিনী৷

এর আগে কয়লা পাচার মামলায় একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাজিরা এড়িয়ে গেছেন মলয় ঘটক। কয়লা পাচার মামলায় এর আগে একাধিক জনকে গ্রেফতার করে সিবিআই। তারা এখন আসানসোল জেলে৷ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পায় সিবিআই৷ সেই সমস্ত তথ্যকে সামনে রেখে আসানসোল জুড়ে বিরাট অভিযানে নেমেছে সিবিআই৷

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন