এগরা বিস্ফোরণকাণ্ডে মৃতের পরিবারদের আর্থিক সহায়তা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শনিবার খাদিকুল গ্রামে গিয়ে নিহতদের পরিবারকে ২.৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেন। এছাড়াও পরিবারের একজন করে হোমগার্ডের চাকরি পাবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন কাল থেকেই তারা চাকরিতে যোগ দেবে। এরপর এখান থেকেই তাঁর শালবনির জনসভায় যাওয়ার কথা রয়েছে।
বিস্ফোরণস্থল থেকে ১ কিলোমিটার দূরেই বানানো হয়েছে মুখ্যমন্ত্রীর সভাস্থল। সেখান থেকেই মুখ্যমন্ত্রী নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন।
সকাল ১১ টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ক্ষতগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন, কথা বলেন। তিনি বলেন যে এই ঘটনায় তাদের চোখ খুলে গেছে এবং জানান যে আগামী দু’মাসের মধ্যেই রিপোর্ট আসবে। মুখ্যমন্ত্রী যাদের পড়াশোনার সমস্যা আছে তাদের নামগুলো লিখিয়ে নিতে বলেন। বার্ধক্য ভাতা নিয়ে সমস্যার কথাও জানতে চান।
গত ১৬ মে খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়ে মৃত্যু হয় ১১ জনের। এর মধ্যে রয়েছে ঘটনার মূল অভিযুক্ত-কারখানার মালিক ভানু বাগ। তদন্তে জানা যায় বিস্ফোরণের আগে আহত ভানু পড়শি রাজ্য ত্রিপুরায় পালিয়ে যাই। সেখানে একটি হাস্পাতালে ভুয়ো পরিচয় দিয়ে ভরতি হয়। কিন্তু সেখানেই তার মৃত্যু হয়।