রাজ্য সরকারি কর্মীদের জন্য বিশেষ বোনাস, পেনশনভোগীদের জন্যও সুখবর

রাজ্য সরকারের পক্ষ থেকে এক নতুন ঘোষণা এসেছে, যার মাধ্যমে রাজ্য সরকারি কর্মীরা এবার ‘অ্যাড হক’ বোনাস (West bengal goverment employees bonus) পাবেন। রাজ্য সরকারের…

CM Mamata Banerjee's Government Increases Ad-Hoc Bonus for West Bengal Government Employees

রাজ্য সরকারের পক্ষ থেকে এক নতুন ঘোষণা এসেছে, যার মাধ্যমে রাজ্য সরকারি কর্মীরা এবার ‘অ্যাড হক’ বোনাস (West bengal goverment employees bonus) পাবেন। রাজ্য সরকারের এই ঘোষণা মঙ্গলবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এই বোনাসের আওতায় আসবেন শুধুমাত্র সেই সব কর্মী যারা প্রতি মাসে ৪৪ হাজার টাকার মধ্যে বেতন পান। এর বাইরে যারা বেতন পান, তারা এই বোনাসের (West bengal goverment employees bonus) আওতায় আসবেন না।

মুসলিম কর্মীদের জন্য এই বোনাস ইদ উৎসবের আগেই এবং হিন্দু কর্মীদের জন্য দুর্গাপুজোর আগেই দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্মীরা এককালীন ৬,৮০০ টাকা বোনাস পাবেন, যেটি ২০১৯ সালের পশ্চিমবঙ্গ চাকরি (বেতন এবং ভাতা পর্যালোচনা) নীতির অধীনে দেওয়া হবে। উল্লেখযোগ্য বিষয় হল, এই বোনাসে বাড়ি ভাড়া, চিকিৎসা খরচ বা ভর্তুকি বাবদ কোনও ভাতা অন্তর্ভুক্ত থাকবে না।

   

এছাড়া, ২০২৫ সালের ৩১ মার্চের পর যাদের বেতন ৪৪ হাজার টাকার বেশি হবে, তারা এই বোনাস পাবেন। শুধুমাত্র যেসব কর্মীরা ২০২৪-২৫ অর্থবর্ষে টানা ছ’মাস কাজ করেছেন, তারাই এই বোনাস পাবেন, তবে তাঁদের বেতন অবশ্যই ৪৪ হাজার টাকার মধ্যে হতে হবে। অস্থায়ী কর্মীরা, যারা ২০২৪-২৫ অর্থবর্ষে ১২০ দিন কাজ করেছেন, তারাও এই বোনাসের জন্য যোগ্য বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বোনাস পাবেন পেনশনভোগীরাও। যেসব সরকারি কর্মী ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের আগে অবসর নিয়েছেন, তাদেরও এই বোনাস দেওয়া হবে। এর পাশাপাশি, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ১ সেপ্টেম্বরের মধ্যে অবসর নেওয়া বা নেবেন এমন পেনশনভোগীদেরও বোনাস দেওয়া হবে। এই সময়কালে যদি কোনো পেনশনভোগী মারা যান, তবে তাঁর পরিবারও বোনাস পাবে। তবে, পেনশন ভোগী যদি মাসে ৩৮ হাজার টাকার বেশি পেনশন পান, তবে তারা এই বোনাসের আওতায় আসবেন না।

২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে যাদের পেনশন ৩৮ হাজার টাকার মধ্যে, তারা ৩,৫০০ টাকা করে বোনাস পাবেন। সরকারি সাহায্যপ্রাপ্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে শিক্ষক বা শিক্ষাকর্মীরা অবসর নিয়েছেন এবং পেনশন পাচ্ছেন, তারাও এই বোনাস পাবেন। এছাড়া, পঞ্চায়েত বা পুরসভায় কাজ করার পরে অবসর নেওয়া পেনশনভোগীরা এই সুবিধা পাবেন।

এদিকে, সরকারি কর্মীরা যে বিশেষ অগ্রিম ঋণের সুবিধা পাবেন, সেটি সম্পর্কে জানানো হয়েছে যে, যারা ৪৪ হাজার টাকার মধ্যে বেতন পান, তারা উৎসবের মরসুমে ২০,০০০ টাকা পর্যন্ত অগ্রিম ঋণ নিতে পারবেন। এই ঋণের উপর সুদ দিতে হবে না, তবে কর্মীদের বেতন থেকে কেটে নেওয়া হবে এবং সর্বোচ্চ ১০টি কিস্তিতে শোধ করতে হবে।

বিশেষভাবে, রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক জানিয়েছেন, ‘‘৫০ হাজার টাকার নিচে যাদের বেতন, তারা এই বোনাস পাবেন।’’ তিনি মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, বলছেন, ‘‘এটি প্রান্তিক মানুষের কথা চিন্তা করেই নেওয়া হয়েছে, যাদের বেতন কম এবং তারা উৎসবের মরসুমে এই ধরনের সহায়তা পেতে পারেন।’’

অপরদিকে, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল মন্তব্য করেছেন, ‘‘এই বোনাস মূলত জুনিয়র গ্রুপ ডি কর্মী এবং চুক্তিভিত্তিক কর্মীদের জন্য। অধিকাংশ শিক্ষক, শিক্ষাকর্মী ও কর্মচারী এই বোনাস পাবেন না।’’

সামগ্রিকভাবে, রাজ্য সরকারের এই বোনাস ঘোষণা কর্মচারীদের জন্য একটি বড় সহায়তা হতে পারে, বিশেষ করে যারা নিম্নবেতনভুক্ত। তবে, কিছু কর্মী এই বোনাস না পাওয়ার কারণে হতাশ হতে পারেন, কারণ তাদের জন্য ঋণের সুযোগ রাখা হয়েছে, কিন্তু এটি কিছু মানুষের জন্যই প্রযোজ্য।