তমলুক: সোমবার সকালে পূর্ব মেদিনীপুরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee )। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জেলার ৫০০ কোটি টাকায় প্রকল্পে রবিবার সন্ধ্যায় তমলুকের নিমতৌড়িতে মুখ্যমন্ত্রী। শিল্যানাশ করবেন।
রবিবার সভামঞ্চ পরিদর্শন করলেন পূর্ব মেদিনীপুরের সভাধিপতি উওম বারিক, তৃণমূলের রাজ্য নেতা তন্ময় ঘোষ, কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি পণ্ডা সহ বিধায়ক থেকে নেতৃত্বরা। সভামঞ্চ প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। এদিন সকালে সভামঞ্চ পরিদর্শন করেন জেলা পুলিশের আধিকারিকেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলার আগমনকে ঘিরে কড়া পুলিশের নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।এলাকায় পুলিশের নাকা চেকিং চলছে।
প্রশাসন সূত্রে জানাগেছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেলায় পূর্ব মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সভা থেকে ৪৭৪ কোটি ৩৪ লক্ষ টাকা মূল্যে ১৪৭ টি প্রকল্পের শিলান্যাস, ৯৬০ কোটি টাকা ৮৬ লক্ষ টাকা খরচে ৩৪৬ টি প্রকল্পের উদ্বোধন করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা সফল করতে তৎপর প্রশাসনের আধিকারিকরা। ঠিক তেমনি প্রস্তুত রয়েছে তৃণমূল কংগ্রেস।লোকসভা নির্বাচনের পূর্বে তৃণমূল নেত্রী কি বার্তা দেন তা তাকিয়ে রয়েছে তৃণমূল নেতৃত্বরা।
এদিকে, কোন কোন প্রকল্পের উদ্বোধন হবে, কোন কোন প্রকল্পের শিল্যানাস হবে, কাদের পরিষেবা দেওয়া হবে, তার তালিকা তৈরি করতে ব্যস্ত প্রশাসনের আধিকারিকেরা। পূর্ব মেদিনীপুরের পর পশ্চিম মেদিনীপুরে উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরে জেলাশাসক তনবির আফজল বলেন ” মুখ্যমন্ত্রী কর্মসূচি সুষ্ঠু হবে সম্পূর্ন করতে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে “।
পূর্ব মেদিনীপুরের সভাধিপতি উওম বারিক বলেন ” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব মেদিনীপুরের জেলা সফরে আসছেন প্রশাসনিক বৈঠক করতে।প্রস্তুতি সম্পন্ন। ৫০ হাজারের মানুষ জমায়েত হবে।দলের সময়সূচি নয় এটা প্রশাসনিক বৈঠক “।