বিজেপির নবান্ন অভিযানে পুলিশ চাইলেই গুলি চালাতে পারত : মমতা

নবান্ন (Nabanna) অভিযানে পুলিশের উপর হামলায় অভিযুক্ত বিজেপি। পুলিশের গাড়িতে হামলা ও পুড়িয়ে দেওয়ার অভিযোগে ধরপাকড় চলছে। পুলিশ ও বিজেপির (BJP) কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধে আহত…

বিজেপির নবান্ন অভিযানে পুলিশ চাইলেই গুলি চালাতে পারত : মমতা

নবান্ন (Nabanna) অভিযানে পুলিশের উপর হামলায় অভিযুক্ত বিজেপি। পুলিশের গাড়িতে হামলা ও পুড়িয়ে দেওয়ার অভিযোগে ধরপাকড় চলছে। পুলিশ ও বিজেপির (BJP) কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধে আহত হয়েছেন একাধিক জন। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হুঁশিয়ারি পুলিশ চাইলেই গুলি চালাতে পারত। মঙ্গলবার নবান্ন অভিযান রুখে দিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন বিজেপির বেলুন ফুটো হয়ে গেছে।

বুধবার পূর্ব মেদিনীপুরের সভা থেকে মমতা বলেন, পুজোর সময় লোকে একটা ব্যবসা করে একটু বেশি করে ব্যবসা পাবে বলে। সমস্ত কিছু নষ্ট করেছে। সাধারণ মানুষকে হেনস্থা করা হয়েছে চুড়ান্ত। পুলিশ চাইলে গুলি চালাতে পারত। পুলিশ গুলি চালাবে। এটাও কাম্য নয়। পুলিশ শৃঙ্খলাবদ্ধ হয়ে চেষ্টা করেছে শান্তিপূর্ণভাবে ম্যানেজ করার।

মুখ্যমন্ত্রী বলেন, ট্রেন ভাড়া করে, এমনকি বাইরের বর্ডারে অন্যান্য রাজ্যের লোকেদের নিয়ে এসে, রেল স্টেশনে ঢুকে পড়ছে। ওখান থেকে বোমা মারছে গণ্ডগোল করছে। অনেক পুলিশ আহত হয়েছে। আর এটা করার জন্যই গুণ্ডামি করার জন্য লোক নিয়ে এসেছে।

বিজেপির নবান্ন অভিযানে পুলিশ চাইলেই গুলি চালাতে পারত : মমতা

Advertisements

বিজেপির মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে সরব হয়েছেন মমতা। তিনি বলেন, একজন এসিপি এবং ওসিকে আহত করা হয়েছে। অ্যাসিস্টেন্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায় ও একজন ওসি গুরুতর জখম হন। তাঁদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

নবান্ন অভিযানে ১৩৯ জন বিজেপি কর্মীকে গ্রেফতারের খবর মিলেছে। আহত হয়েছেন ৫৬ জন পুলিশ কর্মী ও ৩৬৩ জন বিজেপি কর্মী। মোট ৬ টি অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে একাধিক জায়গায় অভিযান চলছে।